সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের (BHU) এক আইআইটি ছাত্রীকে যৌন নিগ্রহে অভিযুক্ত তিন মোটর বাইক আরোহী। এমনই চাঞ্চল্যকর অভিযোগকে কেন্দ্র করে ছড়াল উত্তেজনা। বৃহস্পতিবার শয়ে শয়ে বিশ্ববিদ্যালয় পড়ুয়াকে দেখা গেল প্রতিবাদ মিছিল বের করতে। তাঁদের দাবি, এই ঘটনার অভিযুক্তরা কেউই এখানকার পড়ুয়া নয়। বিশ্ববিদ্যালয় চত্বরে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করার দাবি তুলেছেন আন্দোলনকারীরা।
খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) সংসদীয় কেন্দ্রেই ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির (IIT) ওই ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। নির্যাতিতার অভিযোগ, তিনি বন্ধুর সঙ্গে ক্যাম্পাসে ছিলেন। নিজের হস্টেলের একেবারে কাছাকাছিই ছিলেন তিনি। সেই সময়ই সেখানে হাজির হয় অভিযুক্তরা। তারা ওই ছাত্রীকে বিবস্ত্র করে শ্লীলতাহানি করে বলে অভিযোগ। এমনকী, ঘৃণ্য আচরণের ছবি ও ভিডিও-ও তুলে রাখে অভিযুক্তরা, অভিযোগ তেমনই।
[আরও পড়ুন: জন্মদিনে নতুন জন্ম শাহরুখের, ‘পাঠান’, ‘জওয়ান’ পোশাক ছেড়ে ‘ডাঙ্কি’তে বাদশার কোন অবতার?]
পুলিশ এখনও অভিযুক্তদের শনাক্ত করতে পারেনি। তাদের বিরুদ্ধে এর মধ্যেই অভিযোগ দায়ের করে তদন্ত শুরু হয়ে গিয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় চত্বরে এই ধরনের ঘটনা নিয়মিত ঘটলেও নিরাপত্তার কোনও ব্যবস্থা নেই। আর তাই বহিরাগতদের প্রবেশ অবিলম্বে নিষিদ্ধ করা উচিত।
এদিকে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদরা দাবি করেছেন, আইআইটির মতো প্রতিষ্ঠানও আর নিরাপদ নয়। খোঁচা মেরে তিনি মনে করিয়ে দিয়েছেন, প্রধানমন্ত্রীর সংসদীয় কেন্দ্রেই এক ছাত্রী এমন অভিযোগ তুলেছেন।