shono
Advertisement

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের গুলি করে মারা উচিত, বিজেপি বিধায়কের মন্তব্যে বিতর্ক

সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড়৷ The post বাংলাদেশি অনুপ্রবেশকারীদের গুলি করে মারা উচিত, বিজেপি বিধায়কের মন্তব্যে বিতর্ক appeared first on Sangbad Pratidin.
Posted: 08:41 PM Jul 31, 2018Updated: 04:03 PM Apr 16, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোরক্ষার বিষয়ে আলটপকা মন্তব্য করে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন বিজেপি নানা নেতা৷ সেই রেশ এখনও কাটেনি৷ সোমবার থেকে এনআরসি ইস্যু প্রকাশ্যে আসার পরেই, বিতর্কিত মন্তব্য করতে শুরু করেছেন সেই গেরুয়াপন্থী নেতারা৷ ‘দেশ ছেড়ে চলে না গেলে, গুলি করে খুন করা উচিত বাংলাদেশি অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের৷ তবেই ভারত নিরাপদ থাকবে৷’ চরম রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে মঙ্গলবার এমনই বিতর্কিত মন্তব্য করলেন তেলেঙ্গানার বিজেপি বিধায়ক টি রাজা সিং লোধ৷ টুইটারে ভিডিও বার্তার মাধ্যমে এই মন্তব্য করেন তিনি৷ যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে৷ সোশ্যাল মিডিয়ায় উঠেছে নিন্দার ঝড়৷ একজন জনপ্রতিনিধির মুখ থেকে এমন কথা শুনে অবাক অনেকেই৷

Advertisement

[এনআরসি ইস্যুতে সাধারণ জ্ঞান বাড়ান, মমতাকে তোপ অমিত শাহের]

ভিডিওতে টি রাজা সিং লোধকে বলতে শোনা গিয়েছে, ১৯৭১-এ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় অনুপ্রবেশকারীরা অসম হয়ে ভারতে প্রবেশ করে৷ বর্তমানে এরাই ভারতকে শেষ করার জন্য পরিকল্পনা চালাচ্ছে৷ বিভিন্ন জঙ্গি সংগঠনের সঙ্গে যোগসাজশ করে এরাই দেশের ক্ষতি করার চেষ্টা করছে। এখানেই শেষ নয়, মুসলিমদের কোরান ও ইফতারকে নিয়েও কটাক্ষ শোনা গিয়েছে তাঁর গলায়।

[১৫ আগস্ট লালকেল্লায় প্রধানমন্ত্রীর ভাষণের বিষয় ঠিক করবেন আপনি, কীভাবে জানেন?]

জানা গিয়েছে, মঙ্গলবার দুটি ভিডিও পোস্ট করেছেন এই বিজেপি বিধায়ক৷ একটিতে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের খুন করার হুমকি দেন তিনি৷ অন্যটিতে দেন একই কায়দায় মুসলিমদের দেশ ছাড়া করার হঁশিয়ারি৷ তাঁকে বলতে শোনা যায়, অনুপ্রবেশকারী বাংলাদেশি ও মুসলিমদের দেশ থেকে তাড়ালেই নিরাপদ থাকবে ভারত৷ একেই এনআরসি ইস্যুতে রাজনৈতিক উত্তেজনা চরমে দেশজুড়ে৷ উত্তাল সংসদের উভয়কক্ষ৷ এমত পরিস্থিতিতে একজন বিজেপি বিধায়কের এমন মন্তব্য শুনে বিতর্ক উঠেছে সব মহলে৷ টুইটারেই উঠেছে নিন্দার ঝড়৷

The post বাংলাদেশি অনুপ্রবেশকারীদের গুলি করে মারা উচিত, বিজেপি বিধায়কের মন্তব্যে বিতর্ক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement