shono
Advertisement

করোনার দ্বিতীয় ধাক্কায় বেসামাল স্বাস্থ্য পরিকাঠামো, দেশজুড়ে মৃত ৪২০ চিকিৎসক

পরিস্থিতি সামাল দিতে তামিলনাড়ুতে বাড়ল লকডাউনের মেয়াদ।
Posted: 04:06 PM May 22, 2021Updated: 04:10 PM May 22, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনার (Corona Second Wave) দ্বিতীয় ধাক্কায় টলমল গোটা দেশ। পরিস্থিতি সামাল দিতে গিয়ে নাকানিচোবানি খাচ্ছেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা। করোনা যুদ্ধে প্রাণ হারাচ্ছেন বহু চিকিৎসক। শনিবার পর্যন্ত ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের দেওয়া তথ্য অনুযায়ী, কোভিডের দ্বিতীয় ধাক্কায় প্রাণ হারিয়েছেন ৪২০ জন চিকিৎসক (Doctors)।

Advertisement

চিকিৎসকের মৃত্যুর নিরিখে তালিকার শীর্ষে রয়েছে দিল্লি। এখনও পর্যন্ত সেখানে ১০০ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে বিহার। নীতীশ কুমারের রাজ্যে প্রাণ হারিয়েছেন অন্তত ৯৬ জন চিকিৎসক। আরও তৃতীয় স্থানে রয়েছে উত্তরপ্রদেশ। সেখানে এখনও পর্যন্ত ৪১ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। গত সপ্তাহের প্রথমদিকে IMA জানিয়েছিল, ২৭০ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। এক সপ্তাহের মধ্যে সংখ্যাটা অনেকটাই বাড়ল।

[আরও পড়ুন: বৈঠকে বসুন নয়তো আন্দোলনের ঝাঁজ বাড়বে, মোদিকে হুমকি আন্দোলনকারী কৃষকদের]

একের পর এক চিকিৎসকের মৃত্যু নিয়ে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনে প্রেসিডেন্ট জেএ জয়লাল জানিয়েছেন, “করোনার দ্বিতীয় ধাক্কা সকলের জন্যই বিপজ্জনক। তবে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী-সহ সামনের সারির করোনা যোদ্ধাদের জন্য প্রাণঘাতী হয়ে উঠছে এই সংক্রমণ। প্রাণও হারাচ্ছেন বহু মানুষ।” এদিকে পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন রাজ্যে জারি হয়েছে লকডাউন। এবং সেই লকডাউনের মেয়াদও বাড়ানো হচ্ছে।

তার পরেও দেশের করোনা পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না।  যেমন শনিবার তামিলনাড়ুতে লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। মে মাসের ২৪ তারিখ পর্যন্ত এই লকডাউন চলবে। শুধুমাত্র জরুরি পরিষেবা চালু থাকবে সে রাজ্যে। 

 

[আরও পড়ুন: ব্ল্যাক ফাঙ্গাসের ওষুধের সংকট! উদ্বেগ প্রকাশ করে মোদিকে চিঠি সোনিয়ার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement