shono
Advertisement

‘শান্তির দূত’সিধু, বন্ধুর পাশে দাঁড়িয়ে সমালোচকদের একহাত নিলেন ইমরান

টেনে আনলেন কাশ্মীর ইস্যু৷ The post ‘শান্তির দূত’ সিধু, বন্ধুর পাশে দাঁড়িয়ে সমালোচকদের একহাত নিলেন ইমরান appeared first on Sangbad Pratidin.
Posted: 07:34 PM Aug 21, 2018Updated: 08:04 PM Aug 21, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চরম বিতর্কের মাঝে ‘পরম বন্ধু’ তথা কংগ্রেস নেতা নভজ্যোৎ সিং সিধুর সমর্থনে এগিয়ে এলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান৷ প্রাক্তন ভারতীয় ক্রিকেটারকে ‘শান্তির দূত’ বলে সম্বোধন করে, তাঁর শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির থাকার জন্যও ধন্যবাদ জানান বিশ্বজয়ী প্রাক্তন পাক অধিনায়ক৷ পাশাপাশি আক্রমণ শানান সিধুর সমালোচকদের প্রতি৷

Advertisement

[৫০ কোটিতে রাজকীয় বিমান! খদ্দের খুঁজছে কাতারের রাজপরিবার]

ইমরান খানের প্রধানমন্ত্রী পদে শপথগ্রহণ অনুষ্ঠান থেকেই সিধুকে ঘিরে বিতর্কের সূত্রপাত হয়৷ এই বিষয়ে মঙ্গলবার প্রথম মুখ খোলেন ইমরান খান৷ বন্ধুকে সমর্থন জানিয়ে জানান, ভারত থেকে শান্তির বাণী নিয়ে পাকিস্তানে গিয়েছেন নভজ্যোৎ সিং সিধু৷ দুই দেশের মধ্যে তৈরি হওয়া বিবাদ মেটানোই তাঁর একমাত্র লক্ষ্য৷ এরপরেই প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের সমালোচকদের একহাত নেনে তেহরিক-ই-ইনসাফ প্রধান৷ অভিযোগ করেন, যাঁরা সিধুর সমালোচনায় মুখর হয়েছেন তাঁরা আসলে ভারত-পাকিস্তানের মধ্যে তৈরি হওয়া দ্বন্দ্ব মেটানোর পক্ষপাতী নন৷ তাঁরা কোনও মতেই উপমহাদেশে শান্তির পরিবেশ বজায় রাখতে চান না৷ এখানেই শেষ নয়, এদিন কাশ্মীর ইস্যুতেও মুখ খোলেন পিটিআই প্রধান৷ বলেন, একমাত্র কথাবার্তার মাধ্যমেই কাশ্মীর সমস্যার সমাধান সম্ভব৷ এরজন্য ভারত ও পাকিস্তানকে এগিয়ে আসতে হবে৷

[OMG! মাত্র ২ কেজি মাংস কিনতে এত টাকা দিতে হয় এই দেশে!]

উল্লেখ্য, গত শনিবার প্রধানমন্ত্রী হিসাবে পাকিস্তানের তখতে বসেন ইমরান খান৷ ‘পরম বন্ধু’ ইমরানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যান পাঞ্জাবের মন্ত্রী তথা কংগ্রেস নেতা সিধু৷ সেখানে পাক সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল বাজওয়াকে আলিঙ্গন করেন ভারতের প্রাক্তন এই ক্রিকেটার এবং সমগ্র অনুষ্ঠানে তিনি বসে থাকেন পাক অধিকৃত কাশ্মীরের প্রেসিডেন্ট মাসুদ খানের পাশে৷ এরপর, মূহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে বিতর্ক৷ বিভিন্ন স্থানে পোড়ানো হয় সিধুর কুশপুতুল৷ আক্রমণ নেমে আসে বিভিন্ন দিক থেকে৷ তাঁর বিরুদ্ধে দায়ের হয় মামলাও৷ ভারতের এই প্রাক্তন ক্রিকেটারের মাথার দাম পাঁচ লাখ টাকা ধার্য করে বজরং দল৷ তাঁর সমালোচনায় মুখ হয়েছে কেন্দ্রের শাসকদল বিজেপি৷

The post ‘শান্তির দূত’ সিধু, বন্ধুর পাশে দাঁড়িয়ে সমালোচকদের একহাত নিলেন ইমরান appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement