সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাশ্মীর সমস্যা সমাধানে এবার অটলবিহারী বাজপেয়ীকে স্মরণ করলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান৷ এতদিন পর প্রকাশ্যে আনলেন তাঁকে বলা ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীর একটি কথা৷ পাক প্রধানমন্ত্রী বলেন, “ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী আমাকে বলেছিলেন, যদি ২০০৪-এর লোকসভা নির্বাচনে না হারলে কাশ্মীর সমস্যার সমাধান হয়ে যেত৷”
[ভারতের ‘উপহার’ ফিরিয়ে দিক মালদ্বীপ, কড়া হুঁশিয়ারি চিনের]
সোমবারের সাংবাদিকের সম্মেলনে কাশ্মীর ইস্যুতে চড়তে থাকা ভারত-পাক দ্বন্দ্বের বিষয়ে প্রশ্ন করা হয় ইমরানকে৷ উত্তরে পাক প্রধানমন্ত্রী উড়িয়ে দেন যুদ্ধের আশঙ্কা৷ জানান, আলোচনার মাধ্যমেই কাশ্মীর সমস্যার সমাধান সূত্র বের করা সম্ভব৷ যুদ্ধ কোনও সমাধানের রাস্তা হতে পারে না৷ তিনি আরও জানান যে, আলোচনার টেবিলে বসলে বিভিন্ন উপায়ে কাশ্মীর সমস্যার সমাধান পেতে পারে ভারত-পাক৷ এরপরেই সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন, “সেই উপায়গুলি কী কী?” যদিও সুকৌশলে সেই প্রশ্ন এড়িয়ে গিয়েছেন পাক প্রধানমন্ত্রী৷ তিনি বলেন, “এখনই এই বিষয়ে উত্তর দেওয়ার সময় আসেনি৷ সঠিক সময়ে উত্তর দেওয়া হবে৷” একথা সর্বজনবিদিত যে, সরকারের পাশাপাশি পাক প্রশাসনে অনেকটা কর্তৃত্ব রয়েছে সেনার৷ আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে, রাওয়ালপিণ্ডি ও আইএসআইয়ের অঙ্গুলিহেলনেই চলে ইসলামাবাদ৷ কোনও বিষয়ে তাঁদের মতামত না নিয়ে এক পা-ও ফেলতে পারে না সরকার৷ এমনকী, ইমরান খানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পিছনেও সেনা ও আইএসআইয়ের প্রভাব রয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধীরা৷ যদিও সোমবারের সাংবাদিক সম্মেলনে এই সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন ইমরান৷ এই প্রভাব বিস্তারের প্রশ্নে তিনি বলেন, “যেখানে দেশের নিরাপত্তার প্রশ্ন আসে, একমাত্র সেখানেই সেনা হস্তক্ষেপ করে৷”
[উত্তাল প্যারিসে জরুরি অবস্থার ভ্রুকুটি, গণবিক্ষোভ রুখতে তুঙ্গে তৎপরতা]
কর্তারপুর করিডর উদ্বোধনের মঞ্চেও ভারতের প্রতি শান্তি প্রতিষ্ঠার বার্তা দেন পাকিস্তান৷ যদিও মুখে শান্তির কথা বললেও, আসলে উলটোটাই করে তারা৷ এখনও সীমান্তে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করছে পাক রেঞ্জার্সরা। একইসঙ্গে তাদের দেশে লালিত-পালিত হওয়া জঙ্গিদের ভারতে ঢুকিয়ে কাশ্মীরকে উত্তপ্ত করে তুলতে চাইছে৷ ভারতীয় গোয়েন্দারা জানিয়েছেন, সাম্প্রতিক অমৃতসর হামলার পিছনেও মদত ছিল আইএসআইয়ের৷ সেই পরিস্থিতিতে পাকিস্তানে অনুষ্ঠিত হতে চলা আসন্ন সার্ক শীর্ষ বৈঠক বয়কটের ডাক দিয়েছে ভারত৷ বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ না নিলে, সার্কে যোগ দেবেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
The post ২০০৪-এ বিজেপি না হারলে কাশ্মীর সমস্যা মিটে যেত: ইমরান খান appeared first on Sangbad Pratidin.