shono
Advertisement

নজিরবিহীন পদক্ষেপ নৌসেনার, এবার যুদ্ধজাহাজে এটিএম

বিমানবাহী রণতরী আইএনএস বিক্রমাদিত্যয় এবার বসানো হবে এটিএম৷ The post নজিরবিহীন পদক্ষেপ নৌসেনার, এবার যুদ্ধজাহাজে এটিএম appeared first on Sangbad Pratidin.
Posted: 01:15 AM Jan 21, 2017Updated: 07:45 PM Jan 20, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় নৌসেনার নজিরবিহীন পদক্ষেপ৷ এবার যুদ্ধজাহাজে থাকছে এটিএম৷ সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, বিমানবাহী রণতরী আইএনএস বিক্রমাদিত্যয় এবার বসানো হবে এটিএম৷

Advertisement

(এবার আরও সহজে ও দ্রুত ঋণ মিলবে ব্যাঙ্ক থেকে)

২০১৩ সালে ভারতীয় নৌসেনার অন্তর্ভুক্ত হয় আইএনএস বিক্রমাদিত্য৷ রাশিয়া থেকে কেনা এই বিমানবাহী রণতরীটি, আইএনএস বিরাটের পর নৌসেনার তৃতীয় বিমানবাহী যুদ্ধজাহাজ৷ আইএনএস বিক্রমাদিত্য প্রায় ৩৫টি জঙ্গিবিমান বহন করতে সক্ষম৷ এই বিমানগুলোর মধ্যে রয়েছে অত্যাধুনিক MiG-29K জঙ্গিবিমানও৷

(২৭ কোটি জন ধন অ্যাকাউন্টে ২ লক্ষ টাকা মোদির)

ডিজিটাল লেনদেনে আরও উৎসাহ জোগাতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অনলাইন লেনদেনের চার্জ কমানো ও মকুব করার বিষয়ে চিন্তাভাবনা করছে৷ ইন্টারনেট মারফত সবরকম লেনদেনে কোথাও ছাড়, কোথাও সম্পূর্ণ বিনামূল্যে করে দেওয়া হচ্ছে৷ শুক্রবার সংসদীয় কমিটির দুই সদস্যকে এই কথাই জানিয়েছেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর উর্জিত প্যাটেল৷

রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর আশ্বাস দিয়েছেন, দেশে নগদের জোগান প্রায় স্বাভাবিক হয়ে এসেছে৷ পাবলিক অ্যাকাউন্টস কমিটিকে উর্জিত বলেছেন, শহুরে এলাকায় নগদের জোগান এখন প্রায় স্বাভাবিক৷ প্রত্যন্ত প্রান্তেও কী করে নগদের পর্যাপ্ত জোগান রাখা যায় সে বিষয়ে কেন্দ্রীয় ব্যাঙ্ক সবরকম পদক্ষেপ করছে৷ “আগামী কয়েক সপ্তাহের মধ্যেই দেশের প্রত্যন্ত প্রান্তেও নগদের জোগান স্বাভাবিক হয়ে যাবে৷”

(ফ্লিপকার্ট-আমাজনের ক্ষতির অঙ্কে মঙ্গলাভিযান হত আরও ২৪ বার)

 

The post নজিরবিহীন পদক্ষেপ নৌসেনার, এবার যুদ্ধজাহাজে এটিএম appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement