সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে গুজরাটের অন্তত ৪৮ হাজার বুথকে কেন্দ্র করে যত বেশি সংখ্যক সম্ভব মানুষের পৌঁছে যাবেন বিজেপি কর্মীরা৷ গুজরাটে আসন্ন নির্বাচনে ১৮২টির মধ্যে ১৫০টি আসন জয়ের লক্ষ্যে কোমর বেঁধে নামছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷
তাঁর সহজ ব্যাখ্যা, “নরেন্দ্রভাই যখন মুখ্যমন্ত্রী ছিলেন, তখন বিজেপি গুজরাটে ১২০টি আসন জিতেছে৷ এখন মোদি প্রধানমন্ত্রী, তাই ১৫০ আসন জেতা উচিত আমাদের৷” খাওয়া-ঘুম ভুলে এখন গুজরাতের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে ছুটে যাচ্ছেন অমিত শাহ৷ চষে বেড়াচ্ছেন প্রতিটি বুথ, ঘনঘন বৈঠক করছেন বিজেপি কর্মীদের সঙ্গে৷ কংগ্রেসের শক্ত ঘাঁটি মধ্য গুজরাটের দেবালিয়া গ্রাম-সহ আদিবাসী অঞ্চলের দরজায় দরজায় ছুটে বেড়াচ্ছেন শাহ৷ বিজেপি কর্মীদের সতর্ক করে বলেছেন, “সব আসনে হেরে গেলেও এই দেবালিয়া কেন্দ্রে হারলে চলবে না৷ আপনাদের উদ্বুদ্ধ করতে আমি নিজে ছুটে এসেছি৷”
বিধানসভা নির্বাচনের বাকি আর মাত্র মাস ছ’য়েক৷ দলীয় প্রচারের জন্য কৌশলগত কারণে আদিবাসী অধ্যুষিত অঞ্চলকেই বেছে নিয়েছে বিজেপির শীর্ষ নেতৃত্ব৷ যে প্যাটেলদের সমর্থন একসময় বিজেপি পেয়ে এসেছে, তাঁরাই এখন কর্মস্থল ও শিক্ষাক্ষেত্রে সংরক্ষণের দাবিতে সরব হয়ে শাসক দলের মাথাব্যথা বাড়িয়ে তুলেছেন৷ এই পরিস্থিতিতে ১৫ শতাংশ আদিবাসী ভোট নির্ণায়ক শক্তি হয়ে উঠতে পারে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ৷ ২৭টি বিধানসভা কেন্দ্রে আদিবাসী ভোট গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করছেন তাঁরা৷
The post বিধানসভা ভোটে গুজরাটে ১৫০ আসন জয়ের লক্ষ্যে নামছেন অমিত শাহ appeared first on Sangbad Pratidin.