shono
Advertisement

রাজ্যে ফের করোনা সংক্রমণে রেকর্ড, গত ২৪ ঘণ্টায় ভাইরাস আক্রান্ত বারোশো ছুঁইছুঁই

একদিনে মৃত্যু হয়েছে ২৬ জন কোভিড আক্রান্তের। The post রাজ্যে ফের করোনা সংক্রমণে রেকর্ড, গত ২৪ ঘণ্টায় ভাইরাস আক্রান্ত বারোশো ছুঁইছুঁই appeared first on Sangbad Pratidin.
Posted: 07:43 PM Jul 10, 2020Updated: 08:02 PM Jul 10, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  প্রায় প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা (Coronavirus) সংক্রমিতের সংখ্যা। উদ্বেগ বাড়িয়ে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১১৯৮ জন। মারণ ভাইরাসের থাবায় একদিনে মৃত্যু হয়েছে ২৬ জনের। তবে উদ্বেগের মাঝেও ভরসা জোগাচ্ছে রাজ্যের সুস্থতার হার। সংক্রমিতের নিরিখে এখনও পর্যন্ত ৬৩.৯৯ শতাংশ মানুষ করোনাকে হারিয়ে সুস্থভাবে বাড়ি ফিরেছেন।  

Advertisement

রাজ্য স্বাস্থ্য দপ্তরের শুক্রবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১১৯৮ জন। যার ফলে সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭ হাজার ১০৯ জন। একদিনে মৃত্যু হয়েছে ২৬ জনের। এখনও পর্যন্ত রাজ্যে মোট মৃতের সংখ্যা ৮৮০ জন। প্রতিদিনের উর্ধ্বমুখী করোনা গ্রাফ প্রায় সকলেরই কপালের চিন্তার ভাঁজ চওড়া করেছে। তবে সংক্রমণের নিরিখে রাজ্যে সুস্থতার হার কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে। বাংলায় সুস্থতার হার ৬৩.৯৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫২২ জন। এখনও পর্যন্ত বাংলার মোট করোনাযোদ্ধা ১৭ হাজার ৩৪৮ জন। অ্যাকটিভ কেস ৮ হাজার ৮৮১ জন। 

[আরও পড়ুন: আজানের বিরুদ্ধে আদালতে যাওয়ার জের, অর্জুনের বিরুদ্ধে মামলার হুমকি আরএসএসের শাখা সংগঠনের]

সংক্রমণ রুখতে গোটা দেশজুড়ে জারি ছিল লকডাউন (Lockdown)। তবে সেক্ষেত্রে ভাইরাসের বাড়বাড়ন্ত কিছুটা সামাল দেওয়া সম্ভব হয়েছে। কিন্তু অর্থনীতি ক্রমশই তলানিতে ঠেকতে থাকে। তাই ধীরে ধীরে আনলকের পথে হেঁটেছে দেশ। খুলেছে সরকারি, বেসরকারি একাধিক অফিস। এই পরিস্থিতিতে করোনা সংক্রমণের সম্ভাবনা সবচেয়ে বেশি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তাই সেক্ষেত্রে বেশি করে সাবধান হওয়ার পরামর্শ দিয়েছেন তাঁরা। তবে তা সত্ত্বেও সংক্রমণ বেড়েই চলেছে। প্রায় প্রতিদিন নিজেই নিজের রেকর্ড ভাঙছে রাজ্যের সংক্রমণের গ্রাফ। এই পরিস্থিতিতে কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃহস্পতিবার বিকেল থেকে লকডাউনের পথে হেঁটেছে সরকার। তবে তা সত্ত্বেও করোনা সংক্রমণ যেন বাগে আনা যাচ্ছে না। 

যদিও দিনকয়েক আগে কলকাতা পুলিশের এক অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, করোনা পরীক্ষা যত বেশি হচ্ছে ততই বাড়ছে সংক্রমণ। রাজ্যে এখনও পর্যন্ত ১০ হাজার ৬৩৯ জনের করোনা পরীক্ষা হয়েছে। যদিও তাঁদের মধ্যে মাত্র ৪.৫৬ শতাংশ মানুষ করোনা আক্রান্ত হয়েছেন।

[আরও পড়ুন: নিষেধাজ্ঞা উড়িয়ে বর্ষায়ও বেআইনি বালি উত্তোলন কাঁসাই নদীর বুকে, নীরব দর্শক পুলিশ]

The post রাজ্যে ফের করোনা সংক্রমণে রেকর্ড, গত ২৪ ঘণ্টায় ভাইরাস আক্রান্ত বারোশো ছুঁইছুঁই appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement