shono
Advertisement

আফস্পা-ক্ষোভের প্রভাব পড়ল না ভোটে, নাগাল্যান্ডে প্রত্যাবর্তন বিজেপি জোটের

৩৭টি আসনে জয়ী বিজেপি-এনডিপিপি জোট।
Posted: 02:16 PM Mar 02, 2023Updated: 08:38 PM Mar 02, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে উত্তর-পূর্বের ভোটের দিকে নজর রয়েছে সকলের। ত্রিপুরায় বিজেপির আসন কমলেও সেখানে শেষ পর্যন্ত শেষ হাসি তারাই হেসেছে। একই ভাবে নাগাল্যান্ডেও (Nagaland) জয় পেল গেরুয়া জোট।  নাগাল্যান্ডে ৬০ আসনের মধ্যে ৩৭টি আসনে জয়ী বিজেপি-ন্যাশনালিস্ট ডেমোক্র্যাটিক প্রোগ্রেসিভ পার্টি তথা এডিপিপি জোট। এদিকে মেঘালয়েও সরকার গড়ার পথে বিজেপি।

Advertisement

এর মধ্যে বিজেপি (BJP) ১২টি ও এনডিপিপি (NDPP) ২৫টি আসনে ইতিমধ্যেই জয়ী হয়েছে। উল্লেখ্য, ২০১৮ সাল থেকেই নাগাল্যান্ডে সক্রিয় বিজেপি-এডিপিপি জোট। গতবার এই জোট পেয়েছিল ৩০টি আসন। এনপিএফ পেয়েছিল ২৬টি আসন। এবার আসনসংখ্যা ৭টি আসন বেড়ে গেল গেরুয়া জোটের। এদিন গণনা শুরু হতেই পরিষ্কার হয়ে যায় মুখ্যমন্ত্রী নেইফিউ রিওর মসনদে প্রত্যাবর্তন স্রেফ সময়ের অপেক্ষা।

[আরও পড়ুন: কংগ্রেস নেতার মেয়ের NGOতে বন্ধ বিদেশি অনুদানের লাইসেন্স, তোপ বিরোধীদের]

উল্লেখ্য, উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে আফস্পা নিয়ে বিতর্ক দীর্ঘদিনের।মাঝে নাগাল্যান্ডের মন জেলায় আধা সেনার গুলিতে ১৩ জনের মৃত্যু হয়েছিল। ওই ঘটনায় তীব্র বিতর্ক হয়। স্বভাবতই স্থানীয়রা চান কঠোর আইন আফস্পা প্রত্যাহার হোক। প্রশ্ন ছিল, আগামী ৩-৪ বছরের মধ্যে আফস্পা সম্পূর্ণ প্রত্যাহারের অমিত শাহর ঘোষণা বিধানসভা নির্বাচনে প্রভাব পড়বে? উত্তর মিলে গিয়েছে। ফের ক্ষমতায় প্রত্যাবর্তন গেরুয়া জোটের।

[আরও পড়ুন: ক্ষমতায় এলেই ৫০০ টাকায় গ্যাস, LPG মূল্যবৃদ্ধির দিনই বড় ঘোষণা কংগ্রেসের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement