shono
Advertisement

Breaking News

IND vs BAN

'রোহিত ভাই আমার কাজ সহজ করে দিয়েছে', ভারত অধিনায়কের নেতৃত্বে মুগ্ধ আকাশ দীপ

রোহিত-বিরাটদের পরিশ্রমের মানসিকতা থেকে অনুপ্রেরণা পাচ্ছেন ভারতীয় দলের তরুণ পেসার।
Published By: Arpan DasPosted: 01:54 PM Sep 26, 2024Updated: 01:54 PM Sep 26, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিকেট বিশেষজ্ঞরা বলেন যে, ঘরোয়া আর আন্তর্জাতিক ক্রিকেট কখনওই এক নয়। ঘরোয়া ক্রিকেটে তুমি রাজত্ব করার মানে এই নয় যে, আন্তর্জাতিক ক্রিকেটও শাসন করবে। বরং ঘরোয়া ক্রিকেটে ভালো করেও আন্তর্জাতিক ক্রিকেটে সে ক্রিকেটার কিছু করতে পারেননি, এমন উদাহরণও রয়েছে প্রচুর। কিন্তু বাংলার পেসার আকাশ দীপের সেটা হয়নি। হয়নি, একটাই কারণের জন‌্য। সরি, একজনের জন‌্য।
ভারত অধিনায়ক রোহিত শর্মার জন‌্য।
ইংল‌্যান্ডের বিরুদ্ধে এ বছরই টেস্ট অভিষেক ঘটেছে আকাশের। এবং অভিষেকেই চমকে দিয়েছিলেন। বাংলাদেশের বিরুদ্ধে চিপকে প্রথম টেস্টেও দলে ছিলেন, উইকেটও পেয়েছেন আকাশ। বুধবার ভারতীয় পেসার বলছিলেন, ‘‘ভারতীয় ড্রেসিংরুমে আসার পর দেখেছি, কী অসামান‌্য অধ‌্যাবসায় প্রতিটা প্লেয়ারের মধ‌্যে। এমনকী যাদের আমরা ক্রিকেটের ঈশ্বর ধরি, সেই বিরাট ভাই, রোহিত ভাইও কী মারাত্মক পরিশ্রম করে। ক্রিকেট থেকে ওদের আর পাওয়ার কিছু নেই। কিন্তু তার পরেও পরিশ্রম থেকে সরে আসে না। ওদের চিন্তাভাবনাও অন‌্য পর্যায়ের। যা আমাকে আরও ভালো করতে অনুপ্রেরণা জোগায়।’’
ক্রিকেট খেলে ভারতীয় দলে জায়গা করে নেওয়ার রাস্তাটা সহজ ছিল না আকাশের। ব‌্যক্তিগত জীবনেও প্রচুর ঝড়-ঝঞ্ঝা সামলাতে হয়েছে তাঁকে। দু’মাসের ব‌্যবধানে নিজের বাবা ও ভাইকে হারান তিনি। যা মানসিক ভাবে আরও কঠিন করে তুলেছিল আকাশকে। যে কাঠিন‌্য এখন কাজে লাগে মাঠে নামলে।
‘‘প্রথম দিকে আমার একটু টেনশনই হত চাপের কথা ভাবলে। কিন্তু রোহিত ভাই আমার কাজটা খুব সহজ করে দিয়েছিল। এত সাপোর্টিভ ক‌্যাপ্টেনের নেতৃত্বে কখনও খেলিনি আমি। এতটাই সহজ করে সব কিছু দেখে রোহিত ভাই যে, এক এক সময় বুঝতেই পারি না ঘরোয়া ক্রিকেট খেলছি নাকি আন্তর্জাতিক ক্রিকেট,’’ টানা বলে যান আকাশ। অনেকেই বলাবলি করছেন যে, আসন্ন অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলে জায়গা করে নিতে চলেছেন আকাশ। কিন্তু এখনই সে সমস্ত নিয়ে ভাবছেন না বঙ্গ পেসার। বলে দিচ্ছেন, ‘‘আমি বর্তমানে থাকতে ভালোবাসি। অস্ট্রেলিয়া সফরের দলে থাকতে হবে ভেবে নিজেকে চাপে ফেলি না আমি।’’

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ক্রিকেট বিশেষজ্ঞরা বলেন যে, ঘরোয়া আর আন্তর্জাতিক ক্রিকেট কখনওই এক নয়।
  • ঘরোয়া ক্রিকেটে তুমি রাজত্ব করার মানে এই নয় যে, আন্তর্জাতিক ক্রিকেটও শাসন করবে।
  • ঘরোয়া ক্রিকেটে ভালো করেও আন্তর্জাতিক ক্রিকেটে সে ক্রিকেটার কিছু করতে পারেননি, এমন উদাহরণও রয়েছে প্রচুর।
Advertisement