সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের বিরুদ্ধে রবিবার মধ্যপ্রদেশে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে নামবে বাংলাদেশ। কিন্তু সেই ম্যাচ নিয়ে ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়ে রেখেছে হিন্দু মহাসভা। বাংলাদেশি ক্রিকেটারদের নিরাপত্তাও বাড়ানো হয়েছে গোয়ালিয়রে। এরই মধ্যে খবর, শুক্রবার দুপুরে মোতি মসজিদে নমাজ পড়তে গেলেন না বাংলাদেশ ক্রিকেট দল। হোটেলের ঘরেই প্রার্থনা সারলেন তারা।
বাংলাদেশ ক্রিকেটাররা যে হোটেলে রয়েছেন, সেখান থেকে ফুলবাগ অঞ্চলের দূরত্ব ৩ কিলোমিটার। শান্তরা সেখানে যাবেন বলে কড়া নিরাপত্তার ব্যবস্থাও রাখা হয়েছিল। কিন্তু জানা যাচ্ছে শেষ পর্যন্ত তাঁরা আসেননি। হোটেলের ঘরেই জুম্মার নামাজ পড়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা।
গোয়ালিয়র পুলিশের তরফ থেকে অরবিন্দ সাক্সেনা সংবাদসংস্থা পিটিআইকে জানান, "আমরা সমস্ত রকম নিরাপত্তা ব্যবস্থাই করে রেখেছিলাম। কিন্তু বাংলাদেশের ক্রিকেটাররা আসেননি। কোনও বিশেষ সংগঠন থেকে তাঁদের বাধা দেওয়া হয়েছে, এরকম কোনও খবরও নেই।" তাঁর যুক্তি মাত্র ৩ কিলোমিটার পথের নিরাপত্তার ব্যবস্থা করা এমন কিছু কঠিন কাজ নয়। তাঁরা প্রস্তুত ছিলেন। অববিন্দর বক্তব্য, "সম্ভবত বাংলাদেশ দলের ম্যানেজমেন্ট থেকেই মসজিদে না যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
উল্লেখ্য, আওয়ামি লিগ সরকারের পতনের পর থেকেই বাংলাদেশে বারবার সংখ্যালঘুদের নির্যাতনের অভিযোগ উঠেছে। হিন্দু-সহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা হচ্ছে, এমন খবর ছড়ায় নেটদুনিয়ায়। এরই মধ্যে বুধবার বাংলাদেশ দল গোয়ালিয়রে পৌঁছনোর পরেই বিরাট প্রতিবাদ মিছিল বের করা হয় হিন্দু মহাসভার তরফে। কালো পতাকা দেখিয়ে, ‘গো ব্যাক বাংলাদেশ’ স্লোগান দেন বিক্ষোভকারীরা। তবে বাংলাদেশ টিমের জন্য আঁটসাট নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে গোয়ালিয়রে। সিরিজের প্রথম ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে।