সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃষ্টির পূর্বাভাস ছিল। সেই আশঙ্কা সত্যি করে রাতভর প্রবল বৃষ্টিতে ভাসল কানপুর। ফলে পিছিয়ে গেল ভারত বনাম বাংলাদেশ দ্বিতীয় টেস্টের (IND vs BAN) টস । শুক্রবার সকালে নটার সময় টস হওয়ার কথা ছিল। কিন্তু মাঠ ভিজে থাকার কারণে টস করা যায়নি। জানা গিয়েছে, আধঘণ্টা পরে ফের মাঠ পরিদর্শন করবেন আম্পায়াররা। তার পরেই খেলা শুরু নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
আবহাওয়া বিষয়ক একটি ওয়েবসাইটে খবর ছিল, বৃহস্পতিবার সারারাত ধরে বৃষ্টি হতে পারে কানপুরে। সকালের দিকে তা খানিক থামবে। কিন্তু আকাশ মেঘলাই থাকবে। তবে চিন্তার বিষয়, সকাল ১০টা থেকে ফের বৃষ্টি হওয়ার সম্ভাবনা। সেক্ষেত্রে শুরুর দিনেই বাধা হতে পারে বৃষ্টি। এমনকী সারাদিন ধরে ৫০ শতাংশ বৃষ্টির সম্ভাবনাও থাকছে।
তবে মাঠ পরিদর্শনের পরে খেলা শুরু হবে বলে জানিয়ে দেন আম্পায়াররা। নির্ধারিত সময়ের এক ঘণ্টা পরে সকাল দশটায় টস করতে নামেন রোহিত শর্মা এবং নাজমুল হোসেন শান্ত। কানপুরে টস জিতে বল করার সিদ্ধান্ত নেন রোহিত। মেঘে ঢাকা আকাশ দেখেই এদিন চেন্নাইয়ের মতো তিন পেসারে নামছে ভারত। চেন্নাই টেস্টের প্রথম একাদশই নামছে কানপুরে। অন্যদিকে, বাংলাদেশ দলে দুটি পরিবর্তন করা হয়েছে। বাদ পড়েছেন নাহিদ রানা এবং তাস্কিন আহমেদ। দলে নেওয়া হয়েছে তাইজুল ইসলাম এবং খালিদ আহমেদকে। উল্লেখ্য, কানপুরের মাটিতেই সম্ভবত জীবনের শেষ টেস্ট খেলতে চলেছেন প্রাক্তন টাইগার অধিনায়ক শাকিব আল হাসান।
ভারতের প্রথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, ঋষভ পন্থ, কে এল রাহুল, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, আকাশ দীপ, জশপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।