সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যতই বছরের পর বছর ধরে ওঁরা আইপিএল (IPL) খেলুন, টেস্ট ক্রিকেটে সাফল্য পাওয়া অনেক বড় বিষয়। আর তাই এবার অতীত থেকে শিক্ষা নিল ইংল্যান্ড (England)। জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহ থেকে মার্চের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত টিম ইন্ডিয়ার (Team India) বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আসবেন বেন স্টোকস (Ben Stokes)-জো রুটরা (Joe Root)। এত দিনের সূচির জন্য নিজেদের দেশ থেকে রাঁধুনি নিয়ে আসছে সাহেবরা।
ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে, “অসুস্থতা এড়াতে নিজেদের রাঁধুনি নিয়ে ভারতে আসবে ইংল্যান্ড দল। ক্রিকেটারদের খাওয়া দাওয়ার খেয়াল রাখতে ২৫ জানুয়ারি প্রথম টেস্ট শুরু হওয়ার আগেই রাঁধুনি হায়দরাবাদে দলের সঙ্গে যোগ দেবেন। তেল, মশলা এড়াতে অনেক ক্রিকেটারই শুধুমাত্র এনার্জি বার এবং পিৎজা খেয়ে থাকে। লম্বা সফরে সেটা যাতে না হয়, সেই কারণেই দলের সঙ্গে ব্যক্তিগত রাঁধুনি নিয়ে আসা হচ্ছে।”
[আরও পড়ুন: অভিষেকের লড়াকু ইনিংসের পর বোলারদের দাপট, ২৯০ রানে এগিয়ে জয়ের খোঁজে বাংলা]
পাকিস্তান সফরে দলের রাঁধুনি ছিলেন ওমর মেজিয়ান। এবারও তিনি জেমস অ্যান্ডারসনদের সঙ্গে ভারতে আসবেন। তিনি ক্রিকেটারদের খাবারের দেখভাল করবেন। এর আগে পাকিস্তান সফরেও রাঁধুনি ছিলেন এই ওমর। তাঁর জন্যই কোনও ক্রিকেটারকে পেটের সমস্যার মুখে পড়তে হয়নি। তাই এবারও তাঁর শরণাপন্ন হয়েছে বেন্ডন ম্যাকালামের দল।
আসন্ন ভারত সফরে পাঁচটি টেস্ট খেলবে ইংল্যান্ড। প্রথম টেস্ট ২৫-২৯ জানুয়ারি হায়দরাবাদে। ২-৬ ফেব্রুয়ারি বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্ট। তৃতীয় টেস্ট হবে ১৫-১৯ ফেব্রুয়ারি। খেলা হবে রাজকোটে। ২৩-২৭ ফেব্রুয়ারি হবে চতুর্থ টেস্ট। সেই ম্যাচ আয়োজিত হবে রাঁচিতে। পঞ্চম টেস্ট হবে ধরমশালায়। ৭-১১ মার্চ পর্যন্ত।