সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-ইংল্যান্ড ম্যাচের মাঝে এক অদ্ভুত দৃশ্য। দর্শকদের দিকে জল স্প্রে করছেন মাঠকর্মীরা। যা দেখে কিছুটা চমকে যায় ক্রিকেট ভক্তরা। আসলে প্রবল গরমে পুড়ছে কটক। সেই কারণে দর্শকদের 'ঠান্ডা' করার অভিনব পদ্ধতি বের করলেন মাঠকর্মীরা।
এমনিতে ভারত-ইংল্যান্ড ম্যাচ ঘিরে প্রবল উন্মাদনা কটকে। বরাবাটি স্টেডিয়াম সম্পূর্ণ ভর্তি। সেখানের তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস। তার মধ্যেই রোহিতদের সমর্থনে হাজির হাজার হাজার ভক্ত। তবে প্রবল গরমে যাতে কোনও সমস্যা না হয়, তাই জল স্প্রের বন্দোবস্ত। ম্যাচের ২৬ তম ওভারে দেখা যায়, মাঠকর্মীরা দর্শকদের দিকে জল স্প্রে করছেন। অনেক উৎসাহী সমর্থক এগিয়ে এসে মাথাও ভিজিয়ে নিলেন।
৬ বছর পর কটকের বরাবাটি স্টেডিয়ামে ভারতের ওয়ানডে ম্যাচ ফিরেছে। যার উন্মাদনা এতটাই যে, টিকিট কেনার লাইনে রীতিমতো পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই বিশৃঙ্খলা যাতে না ফেরে তার তৎপরতা চোখে পড়ল জল ছিটানোর ঘটনায়।
এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করছে ইংল্যান্ড। তিন ম্যাচের সিরিজে ইতিমধ্যে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। কটকে জিতলে সিরিজ জয় সম্পূর্ণ হয়ে যাবে। সেক্ষেত্রে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের নিয়মরক্ষা হয়ে যাবে। তাছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফির 'ড্রেস রিহার্সাল' হিসেবে দেখা হচ্ছে এই সিরিজকে। ফলে মাঠের বাইরে যেমন উন্মাদনা, মাঠের মধ্যে রোহিতদের পারফরম্যান্স নিয়েও বিশ্লেষণ কম নয়।
