সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরাট কোহলি (Virat Kohli) ব্যক্তিগত কারণে সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন। লোকেশ রাহুল (KL Rahul) বাকি দুটি টেস্ট খেলতে পারবেন কিনা সেটা নিয়ে কোনও নিশ্চয়তা নেই। রাজকোট টেস্ট চলার সময় রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) বাড়ি ফিরে গিয়েছিলেন। তাঁর মায়ের অসুস্থতার জন্য। তবে একাধিক তারকা না থাকলেও ইংল্যান্ডের বিরুদ্ধে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া (Team India)। যদিও এর পরেও চিন্তামুক্ত হতে পারছেন না রোহিত শর্মা (Rohit Sharma)। কারণ শোনা যাচ্ছে রাঁচিতে আয়োজিত চতুর্থ টেস্ট খেলবেন না জশপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। এমনকি তাঁর নাকি পঞ্চম টেস্ট খেলা নিয়েও ব্যাপক অনিশ্চয়তা রয়েছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও ঘোষণা করেনি বিসিসিআই (BCCI)।
গত ১০ ফেব্রুয়ারি সিরিজের বাকি তিনটি টেস্টের দল ঘোষণা করা হয়েছিল। সেই দলে ছিলেন তারকা পেসার বুমরাহ। তবে এখন শোনা যাচ্ছে তাঁকে চতুর্থ টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছে। বাড়ি ফিরে গিয়েছেন বুমরাহ। সূত্রের খবর ওয়ার্কলোড কমানোর জন্যই তাঁকে নাকি বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। রাঁচিতে দলের সঙ্গে যোগ দেবেন মুকেশ কুমার। মহম্মদ সিরাজের সঙ্গে দ্বিতীয় পেসার হিসাবে বাংলার পেসারকে দেখা যেতে পারে।
[আরও পড়ুন: ‘বাংলা ক্রিকেটে উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবে মনোজ’, অকপটে জানালেন সৌরভ]
শুধু চতুর্থ টেস্ট নয়, বুমরাহর পঞ্চম টেস্ট খেলার ব্যাপারটা নিশ্চিত নয়। চতুর্থ টেস্ট ভারত যদি জিতে যায় তাহলে বুমরাহর শেষ টেস্ট (IND vs ENG) খেলার সম্ভাবনা অনেক কমে যাবে। তবে বেন স্টোকসরা রাঁচিতে সমতা ফেরালে শেষ টেস্ট খেলতে পারেন তিনি।
চলতি সিরিজের তিন টেস্টে সর্বাধিক ১৭টি উইকেট নিয়েছেন বুমরাহ। বিপক্ষের ব্যাটিংকে বারবার গুঁড়িয়ে দেওয়ার জন্য এখনও পর্যন্ত ৪৮৫টি বল করেছেন। যা ৮০.৫ ওভার। সবচেয়ে বড় কথা হল পিঠের চোট সারিয়ে মাঠে ফেরার পর, লাগাতার খেলে যাচ্ছেন বুমরাহ। সেটা মাথায় রেখেই তাঁকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট।