shono
Advertisement

স্টোকসদের মহড়া নেওয়ার জন্য কবে অনুশীলনে নামবে রোহিত-বিরাটের টিম ইন্ডিয়া?

ফের আইসিসি টেস্ট ফাইনালে খেলতে মরিয়া টিম ইন্ডিয়া।
Posted: 03:36 PM Jan 18, 2024Updated: 03:40 PM Jan 18, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আফগানিস্তানের (Afghanistan) বিরুদ্ধে টি-২০ সিরিজ জয় এখন অতীত। আর কয়েকদিন পর ঘরের মাঠে ইংল্যান্ডের (England) বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামবে টিম ইন্ডিয়া (Team India)। এই হাইভোল্টেজ সিরিজের আগে চলে এল বড় আপডেট। দলের হেড কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) জানিয়ে দিলেন যে, বেন স্টোকস (Ben Stokes)-জেমস অ্যান্ডারসনদের (James Anderson) মহড়া নেওয়ার জন্য ২০ জানুয়ারি থেকে অনুশীলন শুরু করে দেবেন রোহিত শর্মা (Rohit Sharma)-বিরাট কোহলিরা (Virat Kohli)। কারণ ভারতের লক্ষ্য এবারও আইসিসি টেস্ট ফাইনাল (ICC World Test Final) খেলা। গত দুবার ফাইনালে গেলেও, রানার্স তকম নিয়েই ফিরতে হয়েছে ভারতকে। 

Advertisement

আফগানদের বিরুদ্ধে সিরিজ জয়ের পর সাংবাদিক বৈঠকে এসেছিলেন দ্রাবিড়। আসন্ন টেস্ট সিরিজ সম্পর্কে তিনি বলেন, “আমরা সবাই এই টেস্ট সিরিজের জন্য মুখিয়ে রয়েছি। ভারতীয় দল অনেকটা সময় পর পাঁচ ম্যাচের সিরিজ খেলতে চলেছে। তাও আবার ইংল্যান্ডের বিরুদ্ধে। যারা এই মুহূর্তে অন্যতম সেরা টেস্ট দল। আর তাই আমরা ২০ জানুয়ারি থেকেই হায়দরাবাদে প্রস্তুতি শুরু করে দেব। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত দেশের একাধিক ভেন্যুতে দুই সেরা দলকে টেস্ট খেলতে দেখা যাবে। আশাকরি লাল বলের ক্রিকেট দেখার জন্য গ্যালারি ভরে উঠবে।”

[আরও পড়ুন: ডিপফেকের শিকার শচীন, গেমিং অ্যাপের বিরুদ্ধে মুম্বই পুলিশের এফআইআর]

রোহিত, বিরাটের সঙ্গে আফগানদের বিরুদ্ধে টি-২০ দলে ছিলেন শুভমান গিল, যশস্বী জসওয়াল, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, মুকেশ কুমার ও আবেশ খান। এই আট ক্রিকেটারকে দুদিনের জন্য ছুটি দেওয়া হয়েছে। আগামী ২০ জানুয়ারির আগে এই আট ক্রিকেটার সরাসরি হায়দরাবাদে দলের সঙ্গে যোগ দেবেন।

ইংল্যান্ডের টেস্ট দলের দায়িত্ব নেওয়ার পর থেকেই ক্রিকেট দুনিয়াতে চলছে ‘বাজবল’ নিয়ে আলোচনা। হেড কোচ ব্রেন্ডন ম্যাকালাম (Brendon McCullum) ও স্টোকসের সময় আগ্রাসী মনোভাবের ক্রিকেট খেলার জন্য বিপক্ষের কাছে সমীহ আদায় করে নিয়েছে সাহেবরা। ভারতের মাটিতে টেস্ট সিরিজ জয়ের স্বপ্ন বিভোর ইংল্যান্ড। আর তাই এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরশাহিতে অনুশীলন করছেন জো রুট (Joe Root)-জনি বেয়ারস্টোরা (Jonny Bairstow)।

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৫ জানুয়ারি হায়দরাবাদে প্রথম টেস্ট। এর পরের চারটি টেস্ট যথাক্রমে ২-৬ ফেব্রুয়ারি (বিশাখাপত্তনম), ১৫-১৯ ফেব্রুয়ারি (রাজকোট), ২৩-২৭ ফেব্রুয়ারি (রাঁচি) এবং ৭-১১ মার্চ (ধরমশালা)।

১৬ জনের ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, যশস্বী জসওয়াল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), কোনা শ্রীকর ভরত (উইকেটকিপার), ধ্রুব জুড়েল (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, জশপ্রীত বুমরাহ (সহ-অধিনায়ক) এবং আবেশ খান।

[আরও পড়ুন: রামমন্দির উদ্বোধনে কি উপস্থিত থাকবেন কোহলি? কী বলছে বোর্ড?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement