shono
Advertisement

‘শচীন ছাড়া আর কেউ সফল নয়!’, ফর্মে থাকা বিরাটকেও চরম কটাক্ষ ডোনাল্ডের

বিরাট নন, শচীনকেই সেরা মনে করেন অ্যালান ডোনাল্ড।
Posted: 06:16 PM Dec 31, 2023Updated: 06:16 PM Dec 31, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বক্সিং ডে টেস্টে (Boxing Day Test) লজ্জাজনক হারের পরেও উজ্বল ছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। দুই ইনিংসে করেছিলেন ৩৮ ও ৭৬ রান। এমনকি সামগ্রিকভাবে টেস্ট দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে টিম ইন্ডিয়ার (Team India) মহাতারকার পারফরম্যান্স দারুণ। সামগ্রিকভাবে প্রোটিয়াদের বিরুদ্ধে লাল বলের ক্রিকেটে বিরাটের ব্যাটিং পরিসংখ্যান দেখার মতো। এখনও ২০১৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত বিরাট ১৫টি টেস্টের ২৬টি ইনিংসে করেছেন ১৩৫০ রান। সর্বোচ্চ অপরাজিত ২৫৪ রান। গড় ৫৬.২৫। সঙ্গে রয়ছে ৩টি শতরান ও ৫টি অর্ধ শতরান। যদিও এহেন বিরাটকে পাত্তা দিতে নারাজ অ্যালান ডোনাল্ড (Allan Donald)। তাঁর মতে প্রোটিয়াদের বিরুদ্ধে সেরা ভারতীয় ব্যাটার হলেন এক ও অদ্বিতীয় শচীন তেণ্ডুলকর (Sachin Tendulkar)।

Advertisement

সংবাদসংস্থা পিটিআই-কে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন জোরে বোলার বলেছেন, “আমাদের বিরুদ্ধে একমাত্র ভারতীয় হিসেবে মাথা উঁচু করে ব্যাট করেছে শচীন। এছাড়া আর কেউ আমাদের বিরুদ্ধে সাফল্য পায়নি। ওর ট্রিগার মোমেন্ট অসাধারণ ছিল। আমাদের দেশে কোনও পেস বোলারের বিরুদ্ধে মিডল স্টাম্পে গার্ড নিয়ে ব্যাট করা মোটেও সহজ নয়। শচীন বছরের পর বছর ধরে আমাদের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করেছে। শুধু তাই অফ স্টাম্পের বাইরের ডেলিভারি কীভাবে ছাড়তে হয়, সেটা শচীনের থেকে ভালো আর কেউ জানে না।”

[আরও পড়ুন: ‘ও কি তাহলে মারা গেল!’ ঋষভের গাড়ি দুর্ঘটনার খবর পেয়ে আঁতকে গিয়েছিলেন ভারতীয় তারকা]

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একাই লড়েছিলেন বিরাট কোহলি। ছবি: এক্স হ্যান্ডেল

অবশ্য এখানেই থেমে থাকেননি ডোনাল্ড। ফের যোগ করেছেন, “শচীন ওর দীর্ঘ কেরিয়ারে আমাদের বিরুদ্ধে সবসময় সফল হয়েছে এমনটা কিন্তু নয়। তবে সবসময় ওর মধ্যে কামব্যাক করার খিদে দেখেছি। আর সেইজন্য অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ডেও সমান সফল শচীন। কারণ ওর ফুটওয়ার্ক ১০০ শতাংশ সঠিক ছিল।”

২০০টি টেস্টে শচীনের রান ১৫৯২১। সর্বোচ্চ বাংলাদেশের বিরুদ্ধে অপরাজিত ২৪৮। সঙ্গে রয়েছে ৫১টি শতরান ও ৬৮টি অর্ধ শতরান। এরমধ্যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৯৯২ থেকে ২০১১ সাল পর্যন্ত মোট ২৫টি টেস্টের ৪৫টি ইনিংসে শচীনের ব্যাট থেকে এসেছে ১৭৪১ রান। সর্বোচ্চ ১৬৯ রান। ৪২.৪৬ গড় নিয়ে রয়েছে ৭টি শতরান ও ৫টি অর্ধ শতরান।

এমনকি ডোনাল্ড-শন পোলক-মাখায়া এনটিনি-ডেল স্টেইনদের পেস ও বাউন্স সামলে শচীনের পরিসংখ্যান চমকে দেওয়ার মতো। রামধনুর দেশে ১৯৯২ থেকে ২০১১ সাল পর্যন্ত মোট ১৫টি টেস্ট খেলেছেন মাস্টার ব্লাস্টার। ২৮টি ইনিংসে করেছেন ১১৬১ রান। সর্বোচ্চ ১৬৯ রান। গড় ৪৬.৪৪। সঙ্গে রয়েছে ৭টি শতরান ও ৫টি অর্ধ শতরান। আর তাই বাকি ভারতীয় ব্যাটারদের থেকে শচীনকেই সবার উপরে রাখলেন ডোনাল্ড।

[আরও পড়ুন: ‘শুধু দ্বিপাক্ষিক সিরিজ জিতলে কেউ মনে রাখবে না!’ স্বীকারোক্তি কেএল রাহুলের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement