shono
Advertisement

৫ উইকেট নিয়ে ক্যারিবিয়ানদের দুরমুশ করলেন সিরাজ, দুর্দান্ত ক্যাচ নিয়ে এখনও চর্চায় রাহানে

নিজের অভিষেক টেস্টে উইকেট পেলেন বাংলা দলের সদস্য মুকেশ কুমারও।
Posted: 08:45 PM Jul 23, 2023Updated: 09:09 PM Jul 23, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্টে কোন দলের পাল্লা ভারী, তা হয়তো যে কোনও ক্রিকেট প্রেমীই চোখ বন্ধ করে বলে দিতে পারবেন। এ ম্যাচে দর্শকদের প্রাপ্য শুধু ভারতীয় তারকাদের নতুন নতুন রেকর্ডের সাক্ষী থাকা। ঠিক যেমনটা হল খেলার চতুর্থ দিনও।

Advertisement

টেস্ট কেরিয়ারের সেরা পারফরম্যান্স দেখালেন মহম্মদ সিরাজ। ৬০ রান দিয়ে তুলে নেন পাঁচটি উইকেট। আর তাতেই ২৫৫ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস। জেসন হোল্ডার, আলজারি জোসেফ, কেমার রোচ, শ্যানন গ্যাব্রিয়েল এবং জোসহুয়া দা সিলভার উইকেট নিয়ে ক্যারিবিয়ান ব্যাটিং লাইন আপকে একেবারে শুইয়ে দেন ভারতীয় পেসার। নিজের অভিষেক টেস্টে উইকেট পেলেন বাংলা দলের সদস্য মুকেশ কুমারও। পরপর টেল এন্ডাররা প্যাভিলিয়নে ফেরায় তৃতীয় দিন আশা জাগিয়েও হতাশ করলেন ব্রেথওয়েটরা।

[আরও পড়ুন: তৃণমূলের পরাজিত প্রার্থীর উপর ‘হামলা’ বিজেপির, তমলুকে ব্যাপক উত্তেজনা]

তৃতীয় দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজ ২২৯ রান তুলেছিলেন ৪ উইকেট খুইয়ে। সেখানে এদিন ২৫৫ রানেই গুটিয়ে গেল তাদের ইনিংস। এদিন ভারতীয় বোলাররা দাপট দেখালেও তৃতীয় দিন অবশ্য দুর্দান্ত ফিল্ডিং করে নজর কাড়লেন অজিঙ্ক রাহানে। খেলার ৮৭তম ওভারে রবীন্দ্র জাদেজার ডেলিভারিতে ব্ল্যাকউডের মারা শটটি এক হাতে ধরে নেন রাহানে। যে ভিডিও নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় চর্চা তুঙ্গে।

দ্বিতীয় ইনিংসে আবারও ঝড়ের গতিতে এগিয়ে চলেছে ভারত। প্রথম টেস্টের পর এই টেস্টেও জয়ই লক্ষ্য ভারতের। এবার দেখার নিজেদের ঘরের মাঠে ক্যারিবিয়ানরা কীভাবে নিজেদের গড় সামলান।

[আরও পড়ুন: বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও নিয়ে FIR শুভেন্দুর, ‘শুভেচ্ছা’ জানালেন অভিষেক!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement