shono
Advertisement

এমার্জিং এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত, বাংলাদেশকে হারাল ৩১ রানে

টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী হয় ভারতের শ্রেয়াঙ্কা।
Posted: 02:54 PM Jun 21, 2023Updated: 02:54 PM Jun 21, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC) আয়োজিত মহিলাদের এমার্জিং কাপ চ্যাম্পিয়ন হল ভারত (India)। ফাইনালে ভারত এ দল ৩১ রানে হারাল বাংলাদেশ এ (Bangladesh) দলকে।

Advertisement

প্রথমে ব্যাট করতে নেমে ভারত এ ২০ ওভারে সাত উইকেটের বিনিময়ে ১২৭ রান করে। ভারতের অধিনায়ক শ্বেতা শেরাওয়াত এবং উমা ছেত্রী যথাক্রমে ১৩ এবং ২০ রান করে। তবে ভারতের ইনিংসে গতি আনে দীনেশ বৃন্দা ও কণিকা আহুজার ইনিংস। বৃন্দা পাঁচটি বাউন্ডারি এবং একটি ছক্কার সাহায্যে ২৯ বলে ৩৬ রান করে। কণিকা ২৩ বলে ৩০ রান করে অপরাজিত থেকে যায়। চারটি বাউন্ডারি মারে কণিকা।

[আরও পড়ুন: সাফ কাপে আজ পাকিস্তানের বিরুদ্ধে নামছে ভারত, দল নিয়ে ঝুঁকি নিচ্ছেন না স্টিমাচ]

 

বাংলাদেশ এ দলের বোলারদের মধ্যে নাহিদা দু’টি উইকেট নেন। ৪ ওভার হাত ঘুরিয়ে ১৩ রানের বিনিময়ে ২ উইকেট নেন নাহিদা। বাংলাদেশের অপর বোলার সুলতানা খাতুন ভারতের বৃন্দা এবং তৃষার উইকেট নেয়।

ভারত এ দলের রান তাড়া করতে নেমে বাংলাদেশ শুরুতেই দিলারা আখতারের উইকেট হারায়। এর পরে ক্রমাগত উইকেট হারাতে থাকে বাংলাদেশ এ দল। ১৩ ওভারে ৬৬ রানে বাংলাদেশ ছ’ উইকেট হারায়। এর পরে বৃষ্টির জন্য খেলা সাময়িক স্থগিত হয়ে যায়। খেলা নতুন করে শুরু হলে ভারতীয় বোলাররা দাপট দেখায়। ১৯.২ ওভারে বাংলাদেশ শেষ হয়ে যায় ৯৬ রানে। ভারতের শ্রেয়াঙ্কা পাটিল ব্যাট হাতে রান না পেলেও বল করতে নেমে চার উইকেট নেয়। চার ওভারের বিনিময়ে ১৩ রান দিয়ে চার উইকেট সংগ্রহ করে শ্রেয়াঙ্কা।

 

টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী হয় শ্রেয়াঙ্কা। ন’টি উইকেট দখল করে সে। মন্নত কাশ্যপও দুর্দান্ত বল করে। ২০ রানের বিনিময়ে তিনটি উইকেট নেয় মন্নত।

[আরও পড়ুন: লাগাতার আন্দোলনে সাফল্য! পুরুলিয়ার দুটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী কুড়মি সমর্থিত নির্দল প্রার্থী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement