shono
Advertisement

দেশে ১০০ কোটি হিন্দু তাই ভারত ‘হিন্দুরাষ্ট্র’! মন্তব্য বিজেপি সাংসদ রবি কিষেণের

গোরখপুরের সাংসদের মন্তব্যে অস্বস্তি বেড়েছে গেরুয়া শিবিরে। The post দেশে ১০০ কোটি হিন্দু তাই ভারত ‘হিন্দুরাষ্ট্র’! মন্তব্য বিজেপি সাংসদ রবি কিষেণের appeared first on Sangbad Pratidin.
Posted: 10:01 AM Dec 05, 2019Updated: 10:01 AM Dec 05, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবারই নাগরিকত্ব সংশোধনী বিলে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। চলতি শীতকালীন অধিবেশনেই সম্ভবত সংসদে পেশ হবে সেই বিল। এনআরসি নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি চরমে। তার মধ্যেই ভারতকে ‘হিন্দুরাষ্ট্র’ বলে বিতর্ক বাড়ালেন বিজেপি সাংসদ রবি কিষেণ। তাঁর কথায়, ভারতবর্ষে ১০০ কোটি হিন্দু রয়েছেন তাই এটা হিন্দুরাষ্ট্র। গোরখপুরের সাংসদের মন্তব্যে অস্বস্তি বেড়েছে গেরুয়া শিবিরে।

Advertisement

প্রসঙ্গত, বুধবার সকাল সাড়ে ন’টা নাগাদ শুরু হয় কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক। বৈঠকে নাগরিকত্ব সংশোধনী বিলের খসড়া পেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সর্বসম্মতিক্রমে খসড়াটি ছাড়পত্র পায় বলে। সরকারের প্রস্তাবিত বিলটি আসলে ১৯৫৫-র নাগরিকত্ব আইনের সংশোধিত খসড়া। এর মূল বক্তব্য হল, তিনটি প্রতিবেশী দেশ থেকে আগত অমুসলিম শরণার্থীদের ভারতের নাগরিকত্ব দিতে হবে। পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে আগত ৬টি অমুসলিম জাতি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, পার্সি এবং জৈন ধর্মাবলম্বীদের নাগরিকত্ব দেবে ভারত। মুসলিম অনুপ্রবেশকারীরা এ দেশের নাগরিকত্ব পাবে না।

[আরও পড়ুন: এনআরসির দিকে আরও এক ধাপ! নাগরিকত্ব সংশোধনী বিলে ছাড়পত্র মন্ত্রিসভার]

এই প্রসঙ্গেই গতকাল সংসদের বাইরে সংবাদ সংস্থা এএনআইকে রবি কিষেণ বলেন, ‘ভারতে হিন্দুদের জনসংখ্যা ১০০ কোটি। স্বাভাবিকভাবেই এটা হিন্দুরাষ্ট্র। বিশ্বে অনেক মুসলিম-খ্রিস্টান দেশ রয়েছে। সেটা হলে হিন্দুরাষ্ট্র কেন হতে পারে না?’ এরপরই বিরোধীদের আক্রমণ করে তাঁর মন্তব্য, নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে পাগল হয়ে গিয়েছে বিরোধীরা। বিশেষ করে কংগ্রেস যেখানে এই বিলে মুসলিমদের টার্গেট করা হচ্ছে বলে সরব হয়েছে, সেখানে বিলের সমর্থনে দেশকে হিন্দুরাষ্ট্র তকমা দিয়ে দিলেন বিজেপি সাংসদ।

The post দেশে ১০০ কোটি হিন্দু তাই ভারত ‘হিন্দুরাষ্ট্র’! মন্তব্য বিজেপি সাংসদ রবি কিষেণের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement