সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গালওয়ানের (Galwan) রক্তক্ষয়ী সংঘর্ষের পর প্রথমবার ভারত সফরে আসছেন চিনের প্রতিরক্ষামন্ত্রী লি শংফু। তার আগেই ভারতীয় (India) সেনার সঙ্গে বৈঠকে বসল লাল ফৌজ। পাঁচ মাস পর লাদাখে বৈঠকে বসলেন দুই সেনার কমান্ডার পর্যায়ের আধিকারিকরা। লাদাখের জটিলতা কাটাতে এই নিয়ে ১৮তম বৈঠক হল দুই দেশের সেনার মধ্যে। যদিও বৈঠকের ফলে কোনও স্থায়ী সমাধান মেলেনি বলেই জানা গিয়েছে।
বেশ কিছুদিন ধরেই লাদাখ সংলগ্ন এলাকায় ব্যাপক নির্মাণকাজ চালাচ্ছে চিন (China)। দেপসাং ও ডেমচোক এলাকায় চিনা সক্রিয়তা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে ভারত। কিন্তু আপত্তি সত্ত্বেও লাদাখ সীমান্তে অতিসক্রিয় হয়ে উঠেছে চিন। এহেন পরিস্থিতিতে নিজের এলাকা দখলে নির্মানকাজ চালাচ্ছে ভারতও। তবে দুই দেশের সেনার বৈঠকে শান্তিপূর্ণ আলোচনার বার্তা দেওয়া হয়েছে। মতবিরোধ হলেও দ্রুত আলোচনার মাধ্যমেই তা মেটানো হবে বলেই সিদ্ধান্ত নিয়েছে দুই দেশের সেনা।
[আরও পড়ুন: একদিনে প্রণামী পড়ল ‘মোটে’ ২.৮৫ কোটি, গরিব হচ্ছে বিশ্বের সবচেয়ে ধনী মন্দির!]
প্রসঙ্গত, শেষবারের বৈঠকে লাদাখ সীমান্ত থেকে আংশিক সেনা প্রত্যাহার করতে রাজি হয়েছিল দুই দেশ। তবে এখনও অধিকাংশ এলাকাতেই সেনা মোতায়েন রয়েছে। বরং একাধিকবার চিনের তরফে ভারতীয় সেনার টহলদারির এলাকায় সমস্যা সৃষ্টির অভিযোগ উঠেছে। এহেন পরিস্থিতিতেই ভারত সফরে আসছেন চিনা প্রতিরক্ষামন্ত্রী। রাজনাথ সিংয়ের সঙ্গে তাঁর দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, কিছুদিন আগেই অরুণাচল প্রদেশের ১৩টি এলাকাকে দেশের অখণ্ড অংশ বলে দাবি করেছিল চিন। সরকারিভাবে এই প্রসঙ্গে বিবৃতি জারি করে চিনা বিদেশমন্ত্রক। আন্তর্জাতিক মহলে কড়া নিন্দার মুখে পড়লেও নিজেদের অবস্থান থেকে একচুল নড়েনি বেজিং। ভারত সফরে এসে সেই প্রসঙ্গে প্রতিরক্ষামন্ত্রীর তরফে কী বলা হয় সেদিকে নজর থাকবে কূটনৈতিক মহলের।