সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরপর দুই ম্যাচে জিতে সাফ কাপে (SAFF) ছুটছে ভারতের জয়রথ। মেন ইন ব্লুর দাপটে দিশেহারা হয়ে পড়ছে প্রতিপক্ষের ফুটবলাররা। পাকিস্তানের পর নেপালকেও উড়িয়ে দিয়ে ভারতের সেমিফাইনালে খেলা নিশ্চিত হয়ে গিয়েছে। তবে টুর্নামেন্টের দুই ম্যাচেই ভারতের ফুটবলারদের (Indian Football Team) সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন প্রতিপক্ষরা। পাক ম্যাচে ঝামেলায় জড়িয়ে লাল কার্ড দেখেছেন ভারতীয় দলের কোচ ইগর স্টিমাচ (Igor Stimac)। পরের ম্যাচেই আবারও মাঠের মধ্যেই বিশ্রী হাতাহাতিতে জড়িয়ে পড়েন ফুটবলাররা।
নেপালের বিরুদ্ধে ম্যাচ খেলতে নেমে প্রথমার্ধে আটকে গিয়েছিল ভারত। বারবার চেষ্টা সত্ত্বেও গোল করতে পারেননি সুনীল ছেত্রীরা (Sunil Chhetri)। তবে দ্বিতীয়ার্ধে একেবারে অন্য চেহারায় দেখা যায় ভারতীয় দলকে। টুর্নামেন্টে গতবারের ফাইনালিস্ট নেপালের রক্ষণ ভেঙে এগিয়ে যেতে থাকেন ভারতীয় ফরোয়ার্ডরা। তার ফল মেলে ৬১ মিনিটে। ম্যাচের প্রথম গোলটি করেন সুনীল ছেত্রী। তাতেই একেবারে তেলেবেগুনে জ্বলে ওঠেন নেপালের খেলোয়াড়রা।
[আরও পড়ুন: মাত্র কয়েক ঘণ্টার জন্য, ১০ বছর পর বাড়ি ফিরলেন সারদাকাণ্ডে অভিযুক্ত দেবযানী]
গোল হওয়ার মাত্র তিন মিনিট পরেই ভারতের রাহুল ভেকের সঙ্গে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন নেপালের (Nepal) বিমল মাগার। শূন্যে উড়ে আসা একটি বল নামাতে গিয়েই দু’জনের মধ্যে ধাক্কা লাগে। মাটিতে পড়ে যান রাহুল। তারপরেই একে অপরের দিকে তেড়ে যান দুই দলের খেলোয়াড়রা। হাতাহাতির মধ্যে বেশ কয়েকজন মাটিতেও পড়ে যান। অবশ্য রেফারির হস্তক্ষেপে খানিকক্ষণের মধ্যেই সমস্যা মিটে যায়। তবে অশান্তির ভিডিও ভাইরাল হয়ে যায়।
প্রসঙ্গত, সাফ কাপের প্রথম ম্যাচেও ভারতীয় ফুটবলারদের সঙ্গে হাতাহাতিতে জড়ান পাক (Pakistan) খেলোয়াড়রা। ভারতের ডাগ আউটের ঠিক সামনে প্রীতমের সঙ্গে ধাক্কাধাক্কি হয় এক পাক-ফুটবলারের। ভারতের কোচ স্টিমাচ ফাউলের আবেদন করেন। কিন্তু রেফারি থ্রো দেন পাকিস্তানকে। পাকিস্তানের আবদুল্লা থ্রো করতে গেলে স্টিমাচ পাক ফুটবলারকে থ্রো করতে দেননি। হাত দিয়ে ঠেলা মেরে বল ফেলে দেন। তা নিয়ে ফের ঝামেলা হয়। রেফারি লাল কার্ড দেখান স্টিমাচকে।