সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের যুদ্ধ মহড়ায় নামল ভারত ও আমেরিকার সেনাবাহিনী। সোমবার পাকিস্তান সীমান্তের অদূরে রাজস্থানের থর মরুভূমিতে এই যৌথ মহড়ায় অংশ নিলেন দুই দেশের ১২০০ জওয়ান ও অফিসার। আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত মরুভূমির বালির উপর চলবে এই মহারণ।
সোমবার থেকে শুরু হওয়া ‘যুদ্ধ অভ্যাস ২০২৪’ শীর্ষক এই মহড়ার আনুষ্ঠানিক উদ্বোধন হয় বিকানেরের মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে। এই মহড়া প্রসঙ্গে ভারতীয় সেনার মুখপাত্র কর্নেল অমিতাভ শর্মা বলেন, "আমাদের সেনাবাহিনীর রাজপুত রেজিমেন্টের একটি ব্যাটেলিয়ান এই মহড়াতে অংশ নিয়েছে। অন্যদিকে, আমেরিকা সেনার তরফে আলাস্কা-স্থিত ১১তম এয়ারবোর্ন ডিভিশনের ১/২৪ ব্যাটেলিয়ন যোগ দিয়েছে এই মহড়ায়। ৯ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই যুদ্ধ মহড়া।" পাশাপাশি কর্নেল শর্মা আরও জানান, "রাষ্ট্রপুঞ্জের নির্দেশিকার (ম্যান্ডেট) সপ্তম ধারা মেনে সন্ত্রাস দমন অভিযানে সক্ষমতা বাড়ানোর উদ্দেশ্যেই দুই দেশের এই যৌথ সেনা মহড়া।"
[আরও পড়ুন: গ্যাস সিলিন্ডারে ধাক্কা, রেললাইনে পেট্রল-দেশলাই! অল্পের জন্য রক্ষা কালিন্দি এক্সপ্রেসের]
এই মহড়া প্রসঙ্গে আমেরিকার সেনাবাহিনীর সাউথ-ওয়েস্টার্ন কমান্ড এক্স হ্যান্ডেলে জানায়, 'আন্তর্জাতিক স্থিতিশীলতা এবং শান্তির লক্ষ্যে আমরা যৌথ ভাবে প্রতিশ্রুতি পালনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।" এই যুদ্ধ মহড়া প্রসঙ্গে বিশেষজ্ঞদের দাবি, এর আগে দক্ষিণ চিন সাগরে যৌথ যুদ্ধ মহড়ায় অংশ নিয়েছিল ভারত ও আমেরিকার নৌ সেনা। এর পর চিন ও পাকিস্তান সীমান্তের অদূরে ভারত ও মার্কিন সেনা যেভাবে হাতে হাত মিলিয়ে যুদ্ধ মহড়ায় অংশ নিয়েছে তাতে চাপ বাড়বে বেজিং ও ইসলামাবাদের।
[আরও পড়ুন: চোখ রাঙাচ্ছে মাঙ্কিপক্স! ভারতে সংক্রমণ ঠেকাতে নয়া নির্দেশিকা কেন্দ্রের]
উল্লেখ্য, এই নিয়ে ২০তম বার্ষিক যুদ্ধ অভ্যাস মহড়ায় অংশ নিল ভারতীয় সেনাবাহিনী। এর আগে ২০২২ সালে চিন সীমান্তের কাছে উত্তরাখণ্ডের আউলিতে ভারতীয় সেনার সঙ্গে যুদ্ধ মহড়ায় অংশ নিয়েছিল আমেরিকার সেনাবাহিনী।