shono
Advertisement

অগ্ন্যুৎপাতে বিপর্যস্ত পাপুয়া নিউগিনি, সাহায্যের হাত বাড়িয়ে দিল ভারত

আর্থিক সাহায্য ঘোষণা বিদেশ মন্ত্রকের।
Posted: 09:37 PM Dec 06, 2023Updated: 09:38 PM Dec 06, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অগ্ন্যুৎপাতে বিপর্যস্ত প্রশান্ত মহাসাগরের মধ্যে অবস্থিত দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউগিনি (Papua New Guinea)। পাশে দাঁড়াল ‘বন্ধু’ ভারত। ত্রাণ, পুনর্বাসন এবং দেশটির ভেঙে পড়া পরিকাঠামো পুনর্গঠনের জন্য বুধবার ১০ লক্ষ ডলার সাহায্য ঘোষণা করল বিদেশ মন্ত্রক।

Advertisement

গত ২০ নভেম্বর পাপুয়া নিউ গিনির অন্যতম বড় আগ্নেয়গিরি মাউন্ট উলাউনে বিস্ফোরণ শুরু হয়। ভয়ংকর অগ্ন্যুৎপাতের জেরে ২৬ হাজারের বেশি মানুষকে জরুরি ভিত্তিতে বিপজ্জনক এলাকা থেকে সরায় সরকার। অগ্ন্যুৎপাতের ফলে ব্যাপক ক্ষতি হয়েছে বিস্তীর্ণ এলাকায়। পুড়ে ছাই হয়ে গিয়েছে বাড়ি, স্কুল, সরকারি ভবন। যাবতীয় পরিকাঠামো ভেঙে পড়েছে। এই অবস্থায় ‘বন্ধু’ রাষ্ট্রের নাগরিকদের প্রতি সমবেদনা জানিয়ে ত্রাণ সাহায্যের কথা ঘোষণা করল ভারত।

 

[আরও পড়ুন: দিন-রাতের তফাত জানেন না রাহুল গান্ধী, বলে গিয়েছিলেন প্রণব মুখোপাধ্যায়]

এক বিবৃতিতে ভারতের বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, “দুর্যোগের ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতি ও ধ্বংসের জন্য পাপুয়া নিউ গিনির জনগণের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করছে ভারত সরকার।” এই সঙ্গে ত্রাণ, পুনর্বাসন এবং দেশটির ভেঙে পড়া পরিকাঠামো পুনর্গঠনের জন্য ঘোষণা করা হয় ১০ লক্ষ ডলার আর্থিক সাহায্য।

 

[আরও পড়ুন: চার রাজ্যের বিধানসভার ফল লোকসভায় হলে লাভ কংগ্রেসেরই! কীভাবে?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement