সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিযান শুরুর আগেই ভারত অধিনায়ক সুনীল ছেত্রী (Sunil Chhetri) জানিয়েছিলেন, ইন্টার কন্টিনেন্টাল কাপের (Inter Continental Cup) ফাইনালে যাওয়াই লক্ষ্য ভারতের। সোমবার ভানুয়াতুকে হারিয়ে আন্তঃমহাদেশীয় কাপের ফাইনালের টিকিট জোগাড় করে ফেলল সুনীল ছেত্রীর ভারত। গোলটি করলেন সুনীল ছেত্রী। ৮১ মিনিটে তিনি গোল করতে না পারলে ম্যাচের ফলাফল কী হত, তা বলা কঠিন। সুনীল গোল করলেন, দলকে জেতালেন, ওড়িশায় ভারতের সমর্থকদের মুখে হাসি ফোটালেন।
প্রমাণ করে দিলেন, দেশের জার্সিতে তিনি এখনও গোলমেশিন। গোলের দেখা নেই যখন, তখন ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন তিনিই। ভানুয়াতুর বিরুদ্ধে সুনীলের পা ঝলসে উঠল, জিতল ভারত।
[আরও পড়ুন: বাবা হচ্ছেন সুনীল ছেত্রী, গোল করে স্পেশ্যাল সেলিব্রেশন, চুমু ছুঁড়লেন স্ত্রী সোনমকে]
৮১ মিনিটে গোলটি করেন সুনীল। বাঁ দিক থেকে নাওরেম মহেশ বল ভাসিয়েছিলেন। হেড করার জন্য উঠেছিলেন প্রীতম। তিনি বলের ফ্লাইট বুঝতে পারেননি। তাঁর ঠিক পিছনেই ছিলেন সুনীল। বুক দিয়ে বল নামিয়ে বাঁ পায়ে শট নেন তিনি। ভানুয়াতুর গোলকিপার হাত ছোঁয়ানোর চেষ্টা করলেও বলের নাগাল পাননি। ওই গোলের পরই তুলে নেওয়া হয় সুনীলকে। সাপোর্ট স্টাফরা তাঁকে কোলে তুলে নেন।
তার আগেও অবশ্য গোল করার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। সেযাত্রায় অল্পের জন্য গোল করতে পারেননি সুনীল। ভানুয়াতু খুব একটা কঠিন প্রতিপক্ষ নয়। প্রথম ম্যাচে লেবাননের কাছে ১-৩ গোলে হার মেনেছে ভানুয়াতু। অন্য দিকে ভারত প্রথম ম্যাচে জেতে মঙ্গোলিয়ার বিরুদ্ধে। আর এদিন ভানুয়াতুকে মাটি ধরিয়ে ভারত পৌঁছে গেল ইন্টার কন্টিনেন্টাল কাপের ফাইনালে।