shono
Advertisement

হরমনপ্রীতের দুরন্ত হাফসেঞ্চুরি, আঁটসাট বোলিংয়ে বাংলাদেশকে উড়িয়ে দিল ভারত

নজর কেড়েছেন ভারতের দুই ডেবিউট্যান্ট বোলার।
Posted: 06:05 PM Jul 09, 2023Updated: 06:05 PM Jul 09, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পাঁচ মাস পরে ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরল ভারতীয় মহিলা দল (Indian Women’s Cricket Team)। দাপটের সঙ্গে বাংলাদেশকে হারিয়ে দিলেন হরমনপ্রীত কউররা (Harmanpreet Kaur)। অধিনায়কের হাফ সেঞ্চুরিতে ভর করেই সাত উইকেটে জয় পেল ভারত। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে গেলেন স্মৃতি মান্ধানারা। প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে নজর কাড়লেন ভারতের অনুষা বারেড্ডি ও মিন্নু মান্নি।

Advertisement

রবিবার শের ই বাংলা স্টেডিয়ামে বাংলাদেশের (Bangladesh) বিরুদ্ধে বল করতে নামে ভারত। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত একেবারে ঠিক ছিল, সেটাই প্রমাণ করে দেন ভারতের মেয়েরা। পেসার ও স্পিনার- সকলেই কৃপণ বোলিং করেন। ফলে নির্ধারিত ২০ ওভারের শেষে মাত্র ১১৪ রান তোলে বাংলাদেশ। নজর কাড়েন ভারতের দুই ডেবিউট্যান্ট বোলার অনুষা বারেড্ডি ও মিন্নু মান্নি। একটি উইকেট তুলে নেন মিন্নু। আঁটসাট বোলিং করেন অনুষা। 

[আরও পড়ুন: প্রয়াত বার্সেলোনার প্রাক্তন খেলোয়াড় লুই সুয়ারেস, শোকে মুহ্যমান ফুটবল দুনিয়া]

মাত্র ১১৪ রানের লক্ষ্য তাড়া করতে সেভাবে অসুবিধায় পড়েনি ভারত। প্রথম ওভারেই শেফালি ভার্মা আউট হয়ে যান। তবে তারপরে ম্যাচের হাল ধরেন স্মৃতি মান্ধানা। অধিনায়ক হরমনপ্রীতের সঙ্গে ৭০ রানের জুটি বেঁধে দলের জয় নিশ্চিত করেন তিনি। শেষ পর্যন্ত ৩৫ বলে হাফ সেঞ্চুরি হাঁকিয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন হরমনপ্রীত। দুই ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে যায় ভারত। প্রসঙ্গত, বাংলাদেশে টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডে সিরিজও খেলবে ভারতের মহিলা দল। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ জিতে এগিয়ে রইলেন হরমনপ্রীতরা।

[আরও পড়ুন: আউশগ্রামে সিপিএম কর্মী খুনে জারি ধরপাকড়, গ্রেপ্তার তৃণমূলের ২]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement