shono
Advertisement

কিউয়ি ভূমিতেও বিরাট দাপট, ২ ম্যাচ বাকি থাকতেই সিরিজ ভারতের

১০ বছর পর কিউয়ি ভূমিতে ওয়ানডে সিরিজ জয় ভারতের। The post কিউয়ি ভূমিতেও বিরাট দাপট, ২ ম্যাচ বাকি থাকতেই সিরিজ ভারতের appeared first on Sangbad Pratidin.
Posted: 02:55 PM Jan 28, 2019Updated: 03:01 PM Jan 28, 2019

নিউজিল্যান্ড:  ২৪৩/১০ (টেলর- ৯৩, লাথাম- ৫১)

Advertisement

ভারত:  ২৪৫/৩ (রোহিত- ৬২, কোহলি- ৬০)

ভারত ৭ উইকেটে জয়ী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দশ বছর পর কিউয়ি ভূমিতে ফের জয়ের দামামা বাজাল ভারতীয় ক্রিকেট দল। বে ওভালে একপেশে ম্যাচে নিউজিল্যান্ডকে গুড়িয়ে দিয়ে সিরিজ জয় নিশ্চিত করে ফেলল কোহলি ব্রিগেড। তৃতীয় ওয়ানডে ম্যাচে ভারত জিতল ৭ উইকেটে। প্রত্যাবর্তনে নজর কাড়লেন অল রাউন্ডার হার্দিক পাণ্ডিয়া।

[প্রত্যাবর্তনেই নজর কাড়লেন পাণ্ডিয়া, ভাইরাল ‘উড়ন্ত’ ক্যাচের ভিডিও]

অস্ট্রেলিয়া সফরের শুরু থেকেই স্বপ্নের ফর্মে ছিল ভারতীয় দল। নিউজিল্যান্ডের মাটিতেও অপ্রতিরোধ্য বিরাটরা। প্রথম দুই ম্যাচের মতো তৃতীয় ম্যাচেও কোনওরকম লড়াই দিতে পারলেন না কিউয়িরা। বে ওভালে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। এদিন ভারতীয় দলে দুটি পরিবর্তন করা হয়। বিতর্ক শেষে জাতীয় দলে সুযোগ পেয়েই সরাসরি প্রথম একাদশে ঢুকে গেলেন হার্দিক। হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য ধোনিকে বিশ্রাম দেওয়া হয়, তাঁর জায়গায় দলে আসেন দীনেশ কার্তিক।

প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা আশানূরূপ হয়নি কিউয়িদের। এদিন ফের ব্যর্থ হন দুই ওপেনার। গাপ্তিলদের ব্যর্থতার পর অধিনায়ক কেন উইলিয়ামসন এবং রস টেলর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিলেন। কিন্তু দলগত ৫৯ রানের মাথায় চাহালের বলে দুর্দান্ত ক্যাচ নিয়ে তাঁকে প্যাভিলিয়নে ফেরান হার্দিক। আরও বিপাকে পড়ে যান কিউয়িরা। টেলর এবং লাথামের জুটিতে প্রতিরোধ না করলে আরও লজ্জা বাকি ছিল নিউজিল্যান্ডের। কিন্তু দুই মিডল অর্ডার ব্যাটসম্যানের সেঞ্চুরি পার্টনারশিপে ভর করে শেষ পর্যন্ত ২৪৩ রানে শেষ হয় নিউজিল্যান্ডের ইনিংস। ভারতের হয়ে ৩টি উইকেট নেন শামি। দুটি করে উইকেট পান ভুবনেশ্বর কুমার, চাহাল এবং হার্দিক পাণ্ডিয়া।

[বর্ণবিদ্বেষী মন্তব্যের জের, সরফরাজকে কঠিন শাস্তি দিল ICC]

২৪৪ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরুটা আবারও দুর্দান্ত হয় ভারতের। প্রথম উইকেটের জুটিতে ৩৯ রান তোলে ভারত। কিন্তু শিখর ধাওয়ানের উইকেটের পর জুটি বেঁধে ইনিংসের হাল ধরেন কোহলি এবং রোহিত। শতরানের পার্টনারশিপ করেন তাঁরা। রোহিত ৬২ এবং কোহলি ৬০ রান করেন। অধিনায়ক, সহ-অধিনায়ক আউট হওয়ার পর রায়ডু এবং কার্তিক জুটি বেঁধে দলের জয় নিশ্চিত করেন। জয়ের ফলে দশ বছর পর কিউয়ি ভূমিতে সিরিজ জিতল টিম ইন্ডিয়া। সিরিজের শেষ দুই নিয়মরক্ষার ম্যাচে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা।

The post কিউয়ি ভূমিতেও বিরাট দাপট, ২ ম্যাচ বাকি থাকতেই সিরিজ ভারতের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement