shono
Advertisement

হিন্দুত্বকে ঘৃণা করে ‘ইন্ডিয়া’, উদয়নিধি স্ট্যালিনের মন্তব্যকে হাতিয়ার করে তোপ শাহ’র

মোদি জিতলে সনাতন শাসন আসবে, ভোটমুখী রাজস্থানে আশ্বাস অমিত শাহ'র।
Posted: 04:23 PM Sep 03, 2023Updated: 01:09 PM Sep 04, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সনাতন ধর্মের সঙ্গে ডেঙ্গু ও ম্যালেরিয়ার তুলনা করে বিতর্কে জড়িয়েছেন তামিলনাড়ুর (Tamil Nadu) মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের পুত্র উদয়নিধি স্ট্যালিন (Udhayanidhi Stalin)। ওই মন্তব্যকে রাজনৈতিক অস্ত্র করে রবিবার পালটা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বললেন, বিরোধী ইন্ডিয়া জোট আসলে ‘হিন্দুত্বকে ঘৃণা করে’। ওদের অস্তিত্বই হল ‘ঐতিহ্যের উপর হামলা’।

Advertisement

রবিবার ভোটমুখী রাজস্থানে রয়েছেন শাহ। দুঙ্গারপুরে বিজেপির পরিবর্তন যাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন তিনি। সেখানেই উদয়নিধি স্ট্যালিনের মন্তব্যের বিরোধীতা করে অমিত শাহ অভিযোগ করেন, ‘ভোটব্যাংকের রাজনীতি’ করছে ইন্ডিয়া জোট। ‘তুষ্টিকরণে’র রাজনীতি করছে। ২০১০ সালে করা রাহুল গান্ধীর মন্তব্য ‘হিন্দুত্ববাদীরা লস্কর-ই-তইবার চেয়েও বড় আতঙ্ক’ প্রসঙ্গও টেনে আনেন শাহ।

[আরও পড়ুন: লোকসভা ভোট কি এগিয়ে আসতে পারে? গুঞ্জন নিয়ে অবশেষে মুখ খুলল কেন্দ্র]

উল্লেখ্য, সম্প্রতি ‘সনাতন অ্যাবলিশন কনফারেন্সে’ যোগ দিয়েছিলেন উদয়নিধি। সেখানেই তিনি বলেন, ”কিছু জিনিসের প্রতিবাদ করা যায় না। সেগুলির অবলুপ্ত ঘটানো দরকার। আমরা ডেঙ্গু, মশা, ম্যালেরিয়া কিংবা করোনার বিরোধিতা করি না। আমরা সেটা নির্মূল করি। ঠিক সেভাবেই আমাদের সনাতন ধর্মকে (Sanatana dharma) অবলুপ্ত করতে হবে। ‘সনাতন’ শব্দটা এসেছে সংস্কৃত থেকে। এটা সামাজিক ন্যায় ও সাম্যের বিরুদ্ধে।”

[আরও পড়ুন: ‘পাকিস্তানে চলে যাও’, দিল্লির পর কর্ণাটকের শিক্ষিকা বললেন মুসলিম পড়ুয়াকে!]

তামিলনাড়ুর (Tamil Nadu) মুখ্যমন্ত্রীর পুত্রের এ হেন মন্তব্যেই তুমুল বিতর্ক শুরু হয়। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য দাবি করেন, উদয়নিধি যা বলেছেন, তা ৮০ শতাংশ জনগণকে হত্যার প্ররোচনা ছাড়া কিছু নয়। একই মন্তব্য দক্ষিণের রাজ্যের একাধিক বিজেপি নেতারও। বিতর্কের মুখে উদয়নিধি দাবি করেন, তিনি মোটেই গণহত্যার ডাক দেননি। তাঁর উদ্দেশ্য ছিল, প্রান্তিক জনজাতির হয়ে কথা বলা। তিনি সনাতন ধর্মের দ্বারা আক্রান্ত, এমন দাবিও করেছেন মন্ত্রীপুত্র। এদিকে রবিবার রাজস্থানে অমিত শাহ বলেন, “মোদি জিতলে সনাতন শাসন আসবে। মানুষের হৃদয়ে রাজত্ব করছে সনাতন।” পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাস, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন যে ভারত সংবিধান অনুযায়ী চলবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement