সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১০ ঘণ্টা ধরে বৈঠক হল। তবে ভারত-চিন (China) সেনার কমান্ডার পর্যায়ের বৈঠক নিস্ফলাই থেকে গেল। দুই সেনার মধ্যে কারওর তরফেই বৈঠক নিয়ে সরকারিভাবে কোনও বিবৃতি মিলল না। সূত্রের খবর, সীমান্ত থেকে সেনা সরানোর বিষয়টিতে ভারত যথেষ্ট জোর দিয়েছে। দেপসাং ও ডেমচোক এলাকায় অবিলম্বে শান্তি ফেরানোর কথা হয়েছে বলে ভারতীয় সেনা (Indian Army) সূত্রে জানা গিয়েছে। প্রসঙ্গত, গালওয়ান সংঘর্ষের পর এই নিয়ে ১৯ তম বৈঠক হল দুই দেশের সেনার মধ্যে।
স্বাধীনতা দিবসের ঠিক আগের দিনই দুই দেশের সেনা বৈঠকে বসে। তবে সূত্র মারফত জানা গিয়েছে, কমান্ডার পর্যায়ের বৈঠকের ঠিক আগের দিনই দুই দেশের সেনার স্থানীয় কর্তারা নিজেদের মধ্যে আলোচনায় বসেছিলেন। তারপরেই সোমবার সকাল সাড়ে ন’টা নাগাদ শুরু হয় ভারতীয় সেনা ও লালফৌজের কমান্ডারদের বৈঠক। দশ ঘণ্টা ধরে চলে এই বৈঠক।
[আরও পড়ুন: ‘আগামী বছর এখানেই আপনাদের সামনে আসব’, লালকেল্লার ভাষণে INDIA-কে বার্তা মোদির]
ভারতীয় সেনার তরফে আলোচনায় যোগ দেন লেফটেন্যান্ট জেনারেল রাশিম বালি। সূত্রের খবর, এই বৈঠকে সেনা সরানোর বিষয়ে জোর দেয় ভারত। প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর দেপসাং উপত্যকা ও ডেমচোক এলাকায় শান্তি ফেরনোর বিষয়টিও উঠে এসেছে দুই দেশের সেনার আলোচনায়। তবে বৈঠকের পরে সরকারিভাবে কোনও পক্ষই বিবৃতি প্রকাশ করেনি।
গালওয়ান সংঘর্ষের পরে শান্তি ফেরাতে ১৮ বার বৈঠক হয়েছে। এপ্রিল মাসে শেষ বৈঠকের পরে কিছু এলাকা থেকে দুই দেশ সেনা সরিয়ে নিয়েছে বলেও জানা গিয়েছে। তবে ১৯তম বৈঠকের আলাদা প্রাসঙ্গিকতা রয়েছে বলেই মত বিশেষজ্ঞদের। কারণ দিন কয়েক পরেই ব্রিকস সম্মেলনে মুখোমুখি হবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চিনা প্রেসিডেন্ট শি জিনপিং। তার আগে দুই দেশের মধ্যে স্থিতাবস্থা বজায় রাখার চেষ্টা করবে সেনা, এমনটাই ধারণা। ইতিমধ্যেই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে আলোচনায় বসেছিলেন চিনা বিদেশমন্ত্রী ওয়াং ই। সেখানেও সীমান্তে স্থিতাবস্থা ফেরানোর ডাক দেন ডোভাল।