shono
Advertisement

COVID-19: টানা তৃতীয় দিন দেশের দৈনিক করোনা সংক্রমণ ২০ হাজারের বেশি, একদিনে মৃত ৫৬

সাময়িক স্বস্তি দিচ্ছে নিম্নমুখী অ্যাকটিভ কেস।
Posted: 09:31 AM Jul 30, 2022Updated: 09:44 AM Jul 30, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিছুতেই কাটছে না উদ্বেগ। চলতি মাসে ফের লাগামছাড়া দেশের করোনা সংক্রমণ। পরিসংখ্যান অনুযায়ী টানা তিনদিন দৈনিক আক্রান্তের সংখ্যা ছাড়াল ২০ হাজারের গণ্ডি। মাক্সিপক্স নিয়ে নয়া আতঙ্কের মাঝেই মারণ ভাইরাস প্রাণ কেড়ে চলেছে মানুষের। তবে সাময়িক স্বস্তি দিচ্ছে নিম্নমুখী অ্যাকটিভ কেস।

Advertisement

শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ২০,৪০৮ জন। দেশের মোট করোনা সংক্রমিত ৪ কোটি ৪০ লক্ষ ১৩৮ জন। সংক্রমণ বাড়লেও অবশ্য গত ২৪ ঘণ্টায় খানিকটা কমেছে অ্যাকটিভ কেস। দেশের সক্রিয় রোগী বর্তমানে ১ লক্ষ ৪৩ হাজার ৩৮৪ জন। গোটা দেশে অ্য়াকটিভ কেসের হার ০.৩৩ শতাংশ। স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৫৬ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৬ হাজার ৩১২।

[আরও পড়ুন: ‘যা পারফরম্যান্স দেখিয়েছেন, আমি চুনোপুঁটি’, পার্থ-অর্পিতার ‘ঘনিষ্ঠতা’ নিয়ে মুখ খুললেন মদন]

বেশ কয়েকটি রাজ্যের করোনা গ্রাফ এখনও উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় যেমন মহারাষ্ট্রে করোনা সংক্রমিত প্রায় দু’হাজার। সে রাজ্যে একদিনে করোনার বলি ৬ জন। এখনও চিন্তায় রাখছে কেরল, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, কর্ণাটকের মতো রাজ্যগুলির করোনা পরিসংখ্যান। এরই মধ্যে আবার ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্টের বাড়বাড়ন্ত নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে।

তবে এসবের মাঝে মারণ ভাইরাসের সঙ্গে লড়াইয়ে শক্তি জোগাচ্ছেন করোনাজয়ীরাই। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৩৩ লক্ষ ৩০ হাজার ৪৪২ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ২০,৯৫৮ জন। সুস্থতার হার ৯৮.৪৮ শতাংশ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, দেশে করোনার টিকার ডোজ দেওয়া হয়েছে প্রায় ২০৪ কোটি। গত ২৪ ঘণ্টাতেই টিকা পেয়েছেন প্রায় ৩৪ লক্ষ। ১৮ ঊর্ধ্বদের বুস্টার ডোজ বিনামূল্যে দেওয়ায় টিকা নেওয়ার আগ্রহ বেড়েছে বলেই খবর। টিকাকরণের পাশাপাশি করোনা রোগী চিহ্নিত করতে জোর দেওয়া হচ্ছে টেস্টিংয়েও। গতকাল দেশে ৪ লক্ষ ৪ হাজার ৩৯৯ জনের নমুনা পরীক্ষা হয়েছে।

[আরও পড়ুন: মূল্যবৃদ্ধি নিয়ে সংসদে আলোচনায় রাজি মোদি সরকার, ‘বড় জয়’, দাবি বিরোধীদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement