shono
Advertisement
India Cricket Team

বাংলাদেশ সিরিজের আগে সাবধানী বিরাট-বুমরাহ, চেন্নাইয়ে প্রস্তুতি শুরু গম্ভীরদের

১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ।
Published By: Arpan DasPosted: 05:31 PM Sep 13, 2024Updated: 05:31 PM Sep 13, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘদিন পর ভারতের মাটিতে ফিরছে লাল বলের আন্তর্জাতিক ম্যাচ। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ। ইতিমধ্যেই প্রথম টেস্টের দল ঘোষণা করে দিয়েছে বিসিসিআই। রোহিত-বিরাট-বুমরাহর মতো তারকাদের নিয়েই মাঠে নামবে টিম ইন্ডিয়া। টেস্টে প্রথমবার পরীক্ষার মুখে পড়ছেন কোচ গৌতম গম্ভীর। অবশেষে চেন্নাইয়ে টেস্টের প্রস্তুতি শুরু করে দিলেন রোহিতরা।

Advertisement

মার্চ মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে নেমেছিল ভারত। তার পর আইপিএল, টি-টোয়েন্টি বিশ্বকাপ গিয়েছে। পরে শ্রীলঙ্কা সফরে গিয়েছিলেন রোহিতরা। এবার ফের লাল বলের অভিযান শুরু। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট হবে চেন্নাইয়ে। পরের টেস্ট কানপুরে। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজও থাকবে এর পর। অবশেষে বছর শেষে অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকর ট্রফি।

[আরও পড়ুন: ৯১ বছরের ইতিহাসে প্রথমবার! এক বলও না গড়িয়ে ভারতের মাটিতে বাতিল টেস্ট]

সব মিলিয়ে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের প্রস্তুতিতে নেমে পড়লেন রোহিতরা। ছুটি কাটিয়ে লন্ডন থেকে হাজির বিরাট কোহলি। নেটে তিনি ৪৫ মিনিট দাপটের সঙ্গে ব্যাট করেন বলে জানা যাচ্ছে। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজেও দলে ছিলেন না। শেষবার তাঁকে টেস্টে দেখা গিয়েছিল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। অন্যদিকে বল হাতে তৈরি বুমরাহ। তিনিও নেটে অনেকক্ষণ বল করেছেন বলেই খবর। গম্ভীরের সঙ্গে ছিলেন নতুন বোলিং কোচ মর্নি মর্কেল। 

[আরও পড়ুন: ফেডারেশনের সিদ্ধান্তে স্থগিতাদেশ আদালতের, আনোয়ার ইস্যুতে আপাতত স্বস্তিতে ইস্টবেঙ্গল]

বাংলাদেশের বিরুদ্ধে টেস্টের পর যদিও তিনটি টি-টোয়েন্টি ম্যাচও খেলবে ভারত। সেখানে অবশ্য দেখা যাবে না রোহিত-বিরাটদের। তবে সবার আগে টেস্টই পাখির চোখ থাকবে। সামনের বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। সেই লড়াইয়ে ভারত এক নম্বরে রয়েছে। বাংলাদেশকে হারিয়ে ফাইনালের জায়গা আরও পোক্ত করাই লক্ষ্য থাকবে ভারতের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দীর্ঘদিন পর ভারতের মাটিতে ফিরছে লাল বলের আন্তর্জাতিক ম্যাচ।
  • ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ।
  • ইতিমধ্যেই প্রথম টেস্টের দল ঘোষণা করে দিয়েছে বিসিসিআই।
Advertisement