shono
Advertisement

প্রোটিয়াদের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে অনন্য রেকর্ড ভারতীয় মহিলা অলরাউন্ডারের

কোন রেকর্ডের মালিক হলেন দীপ্তি শর্মা? The post প্রোটিয়াদের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে অনন্য রেকর্ড ভারতীয় মহিলা অলরাউন্ডারের appeared first on Sangbad Pratidin.
Posted: 04:50 PM Sep 25, 2019Updated: 04:51 PM Sep 25, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে বেশ কিছু রেকর্ড গড়েছেন বিরাট কোহলি, শিখর ধাওয়ানরা। তবে রেকর্ড গড়ার নিরিখে পিছিয়ে নেই ভারতীয় প্রমিলাবাহিনীও। মঙ্গলবার প্রোটিয়াদের বিরুদ্ধে একমাত্র ভারতীয় হিসেবে অনন্য নজির গড়লেন অলরাউন্ডার দীপ্তি শর্মা।

Advertisement

[আরও পড়ুন: টেস্ট সিরিজের আগে ধাক্কা ভারতের, চোটের জন্য ছিটকে গেলেন বুমরাহ]

মঙ্গলবার সুরাটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামে ভারতীয় মহিলা ক্রিকেট দল। যে ম্যাচ জয়ের অন্যতম কান্ডারি দীপ্তি। দলকে জেতানোর পাশাপাশি ব্যক্তিগত রেকর্ডও গড়লেন তিনি। মোট চার ওভার বল করে ৮ রান দিয়ে তিন-তিনটে উইকেট ঝুলিতে ভরেন ভারতীয় অলরাউন্ডার। হাত ঘুরিয়ে তিনটি ওভারে একটিও রান দেননি। ছোট ফরম্যাটের ক্রিকেটে যা নিঃসন্দেহে অত্যন্ত চ্যালেঞ্জিং। আর তাতেই রেকর্ড বুকে নাম লেখালেন দীপ্তি।  প্রথম ভারতীয় হিসেবে একটি টি-টোয়েন্টি ম্যাচে সর্বোচ্চ মেডেন ওভারের মালকিন হয়ে গেলেন তিনি। তাঁর দুর্দান্ত বোলিংয়ের সৌজন্যেই লক্ষ্যে পৌঁছতে ব্যর্থ হয় দক্ষিণ আফ্রিকা। ১৩১ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে ১১৯ রানেই গুটিয়ে যায় সফরকারীরা। ভারত জেতে ১১ রানে। দীপ্তির পাশাপাশি হাত ঘুরিয়ে সফল শিখা পাণ্ডে, পুনম যাদব এবং রাধা যাদবও। তিন বোলারই দুটি করে উইকেট তুলে নেন।

তবে শুধুই যে বোলিং বিভাগ ভাল পারফর্ম করেছে, তেমনটা নয়। ব্যাট হাতে নজরকাড়া পারফরম্যান্স অধিনায়ক হরমনপ্রীত কৌরের। শুরুতেই টপ অর্ডারে ধস নামলে ৪৩ রান করে দলকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেন হরমন। ম্যাচ শেষে জয়ের জন্য বোলারদেরই কৃতিত্ব দিলেন তিনি। অধিনায়ক বলেন, “শুরুতে একটু নার্ভাস লাগছিল। তবে দলের বোলিংয়ের উপর ভরসা ছিল। পরিকল্পনামাফিকই বোলাররা বল করেছে। উইকেটের পতনগুলোই লক্ষ্যে পৌঁছতে সাহায্য করল।” বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচেও জয়কেই পাখির চোখ করেছে ভারতীয় দল।

[আরও পড়ুন: ঘরোয়া লিগে সাদার্নের বিরুদ্ধে সম্মানের লড়াইয়ে জয় মোহনবাগানের]

The post প্রোটিয়াদের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে অনন্য রেকর্ড ভারতীয় মহিলা অলরাউন্ডারের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার