shono
Advertisement

বিরাট-ঋদ্ধি জুটিতে ভর করে রানের পাহাড়ে টিম ইন্ডিয়া

বিরাটদের বিরুদ্ধে কি জয় বা ড্রয়ের স্বপ্ন দেখতে পারেন মুশফিকুর রহিমরা? The post বিরাট-ঋদ্ধি জুটিতে ভর করে রানের পাহাড়ে টিম ইন্ডিয়া appeared first on Sangbad Pratidin.
Posted: 06:29 PM Feb 10, 2017Updated: 02:12 PM Feb 10, 2017

ভারত: ৬৮৭/৬ ডিক্লেয়ার (কোহলি- ২০৪, ঋদ্ধিমান- ১০৬*)

Advertisement

বাংলাদেশ: ৪১/১

দ্বিতীয় দিনের খেলা শেষ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবার একটা টেস্ট ম্যাচ। আবার একটা রেকর্ড বিরাট কোহলির ঝুলিতে। রেকর্ড আর বিরাট এখন সমর্থক হয়ে গিয়েছে। এমন কথা বললে একেবারেই অত্যুক্তি করা হবে না। ভারতের মাটিতে প্রথমবার টেস্ট খেলতে নামা বাংলাদেশ সে বিষয়টি বেশ ভালই টের পাচ্ছে।

শুরুটা করেছিলেন মুরলী বিজয়। হায়দরাবাদ টেস্টের প্রথম দিনই ১০৮ রান করে বাংলাদেশি বোলারদের রাতের ঘুম উড়িয়ে দিয়েছিলেন ভারতীয় ওপেনার। দ্বিতীয় দিন রাজীব গান্ধী স্টেডিয়ামে আরও বড় ধামাকা অপেক্ষা করছিল শাকিব-আল-হাসানদের জন্য। টানা চারটি সিরিজে চারটি ডাবল সেঞ্চুরি করে ডন ব্র্যাডম্যান এবং রাহুল দ্রাবিড়ের পুরনো রেকর্ড ভেঙে দিলেন ভারত নেতা কোহলি। ওই দুই কিংবদন্তি টানা তিনটি সিরিজে দ্বিশতরান করেছিলেন। ২৪টি চার মেরে ২৪৬ বলে ২০৪ রানের লম্বা ইনিংস খেললেন ভারতীয় ক্রিকেটের পোস্টার বয়। এখানেই শেষ হয়নি। তখনও ঋদ্ধিমান সাহার ব্যাট ঝলসে ওঠা বাকি ছিল। টেস্টে দ্বিতীয় শতরান হয়ে গেল বাঙালি উইকেটকিপারের। ১০৬ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়লেন ঋদ্ধি। তাঁর যোগ্য সঙ্গ দিয়ে ৬০ রানে অপরাজিত থাকলেন রবীন্দ্র জাদেজা। এক ইনিংসে তিনটে সেঞ্চুরি। ভারতীয় ব্যাটিং লাইন-আপে এর চেয়ে ভাল স্কোর কার্ড আর কী-ই বা হতে পারত! পরিসংখ্যান বলছে, প্রথম দল হিসেবে টানা তিনটি সিরিজে ৬০০ রান টপকে গেল ভারত।

(জুনিয়র বিশ্বকাপের ম্যাসকটকে দেখতে ভিড় কচিকাঁচাদের)

চলতি মাসেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু টিম ইন্ডিয়ার। ইংল্যান্ড সিরিজের পর ফের একটা কঠিন লড়াই ঘরের মাঠে। তার আগে বাংলাদেশের বিরুদ্ধে একমাত্র টেস্টকেই রিহার্সালের মঞ্চ হিসেবে ধরেছিলেন কোহলিরা। প্রস্তুতি মঞ্চে লেটার মার্কস নিয়ে উত্তীর্ণ হলেন ব্যাটসম্যানরা। এবার জাদেজা, অশ্বিনদের পালা। রানের পাহাড় মাথায় নিয়ে ব্যাট করতে নেমে এদিন শুরুতেই হোঁচট খেলেন সৌম্য সরকার। ১৫ রানে প্যাভিলিয়নে ফিরলেন বাংলাদেশি ওপেনার।

(ব্র্যাডম্যান ও দ্রাবিড়কে টপকে নজির বিরাটের)

বিরাটদের বিরুদ্ধে কি জয় বা ড্রয়ের স্বপ্ন দেখতে পারেন মুশফিকুর রহিমরা? বিশেষজ্ঞরা কিন্তু বলছেন, হাসতে হাসতে টেস্ট জিতবে বিরাটবাহিনী। দ্বিতীয় ইনিংসে নামারই প্রয়োজন হবে না ভারতের।

The post বিরাট-ঋদ্ধি জুটিতে ভর করে রানের পাহাড়ে টিম ইন্ডিয়া appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement