shono
Advertisement

Breaking News

জোড়া গোলে ধামাকা হরমনপ্রীতের, এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানকে হারাল ভারত

৭ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে ভারত।
Posted: 05:29 PM Dec 17, 2021Updated: 09:52 PM Dec 17, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বছর প্রথমবার বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের কাছে পরাস্ত হয়েছিল বিরাট কোহলির টিম ইন্ডিয়া। বছর শেষে সেই হারের ক্ষতেই যেন মলম লাগিয়ে দিলেন ভারতীয় হকি খেলোয়াড়রা। শুক্রবার এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির (Aisan Champions Trophy) হাইভোল্টেজ রাউন্ড-রবিন ম্যাচে পাকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে ট্রফি জয়ের দিকে আরও একধাপ এগিয়ে গেল ভারত (Hockey India)। জোড়া গোল করলেন হরমনপ্রীত সিং।

Advertisement

[আরও পড়ুন: ভারতীয় ক্রিকেটের বড় পদে বসতে চলেছেন শচীন? বিরাট বিতর্কের মধ্যেই ইঙ্গিত সৌরভের]

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই আলাদা আবেগ। তা সে ফুটবল হোক, ক্রিকেট কিংবা কবাডি। ঠিক তেমনই ঢাকায় আয়োজিত ভারত-পাক হকি ম্যাচ নিয়েও উত্তেজনার পারদ চড়েছিল। আর তাতেই শেষ হাসি হাসল মেন ইন ব্লু।

চলতি টুর্নামন্টে ভারতের শুরুটা একটু ধীর লয়ে হয়েছিল। টোকিও অলিম্পিকে (Tokyo Olympics) ব্রোঞ্জজয়ী ভারত প্রথম ম্যাচে ড্র করে কোরিয়ার সঙ্গে। তবে পরের ম্যাচেই তেড়েফুঁড়ে ওঠেন মনপ্রীত সিংরা। আয়োজক বাংলাদেশকে ৯ গোলে উড়িয়ে দেয় ভারত। এদিনও দুরন্ত ছন্দে ধরা দিল দল। ড্র্যাগফ্লিকার হরমনপ্রীতের গোলে প্রথম কোয়ার্টারেই এগিয়ে যায় ভারত। ৪২ মিনিটে ব্যবধান বাড়ান আকাশদীপ সিং। এরপর পাকিস্তান ঘুরে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা শুরু করে। একটি গোল শোধও করেন জুনেইড মনজুর। এমনকী শেষ কোয়ার্টারে জোড়া পেনাল্টি কর্নারের সুযোগ পেয়েছিল পাক দল। কিন্তু ভারতীয় গোলকিপার সুরজ কর্কেরার গ্লাভস জোড়া রুখে দেয় চিরপ্রতিদ্বন্দ্বীদের। বরং আরও একবার শত্রু শিবিরে হানা দিয়ে কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন হরমনপ্রীত।

[আরও পড়ুন: ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক নিশ্চিত কিদাম্বি শ্রীকান্তের, ছিটকে গেলেন সিন্ধু]

২০১৮ এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সঙ্গে যুগ্মভাবে চ্যাম্পিয়ন হয়েছিল এই পাকিস্তানই। কিন্তু এবার সেই ভারতের কাছেই ধরাশায়ী তারা। তিন ম্যাচ শেষে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ আপাতত শীর্ষে ভারত। উলটো দিকে পাকিস্তানের পয়েন্ট চার। প্রসঙ্গত বলে রাখা যাক, মোট টুর্নামেন্টে অংশ নিয়েছিল মোট ছ’টা দল। কিন্তু মালয়েশিয়া না খেলায় পাঁচ দলের মধ্যে হচ্ছে লড়াই। যেখানে অন্যতম ফেভারিট মনপ্রীত সিংরাই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement