shono
Advertisement

কমনওয়েলথ কুস্তিতে ভারতীয়দের জয়জয়কার, ঝুলিতে একাধিক পদক

এখনও পর্যন্ত ভারতের ঝুলিতে ১৯টি সোনা, ১৭টি রুপো, ৪টি ব্রোঞ্জ। The post কমনওয়েলথ কুস্তিতে ভারতীয়দের জয়জয়কার, ঝুলিতে একাধিক পদক appeared first on Sangbad Pratidin.
Posted: 02:40 PM Dec 17, 2017Updated: 11:38 AM Sep 19, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের একবার বিশ্বের মানচিত্রে দেশের নাম উজ্জ্বল করলেন কুস্তি। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত কমনওয়েলথ রেসলিং চ্যাম্পিয়নশিপের প্রথম ও দ্বিতীয় দিন মিলিয়ে ভারতের ঝুলিতে এল একাধিক পদক। এর মধ্যে রয়েছে ১৯টি সোনা, ১৭টি রুপো এবং ৪টি ব্রোঞ্জ।

Advertisement

[খলনায়ক থেকে নায়ক প্লাজা, শেষমুহূর্তের গোলে চার্চিল জয় ইস্টবেঙ্গলের]

শনিবার ছিল ছেলেদের গ্রিকো-রোমান ক্যাটেগরির প্রতিযোগিতা। যেখানে ১০টি বিভিন্ন কেজির বিভাগ ছিল। আর প্রত্যেকটি বিভাগেই চ্যাম্পিয়ন ভারতীয় কুস্তিগিররা। এমনকী রুপোও এসেছে ভারতীয়দের দখলেই। ৫৫ কেজি বিভাগ: সোনা- রাজেন্দর কুমার, রুপো- নভীন।
৬০ কেজি বিভাগ: সোনা- মনীশ, রুপো- গায়েন্দর। ৬৩ কেজি বিভাগ: সোনা- বিকাশ, রুপো- গৌরব শর্মা। ৬৭ কেজি বিভাগ: সোনা- অনিল কুমার, রুপো- মনীশ। ৭২ কেজি বিভাগ: সোনা- আদিত্য কুণ্ডু, রুপো- কুলদীপ মালিক। ৭৭ কেজি বিভাগ: সোনা- গুরপ্রীত, রুপো- মনজিত। ৮২ কেজি বিভাগ: সোনা- হরপ্রীত, রুপো- অমরনাথ। ৮৭ কেজি বিভাগ: সোনা- সুনীল, রুপো- প্রভপাল সিং। ৯৭ কেজি বিভাগ: সোনা- হরদীপ, রুপো- সুমিত। ১৩০ কেজি বিভাগ: সোনা- নভীন, রুপো- সোনা।

[কার্ট রেসিংয়ে মুখোমুখি শচীন এবং ব্রেট লি, জানেন কে জিতলেন?]

এরপর রবিবার মহিলাদের প্রতিযোগিতাতেও একাধিক বিভাগে জয়ী ভারতের মহিলা কুস্তিগিররা। এদিন মোট ১০টি বিভাগ মিলিয়ে ন’টি সোনা, সাতটি রুপো এবং চারটি ব্রোঞ্জ জিতেছে ভারত। ৭২ কেজি বিভাগে কিরণ, ৬৮ কেজি বিভাগে দিব্য কাকরান, রিতু মালিক ৬৫ কেজি বিভাগে সোনা জিতেছেন। এর পাশাপাশি ৭৬ কেজি বিভাগে পুজা, ৫৯ কেজি বিভাগে রবিতা রুপো জিতেছেন। এছাড়া ৭৬ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতেছেন কবিতা এবং ৭২ কেজি বিভাগে তোমার। টুর্নামেন্টে এখনও বাকি রয়েছে ফ্রি-স্টাইল রেস্টলিং। যেখানে আরও ১০টি বিভাগে প্রতিযোগিতা হবে। অতএব, টুর্নামেন্টের পর ভারতের পদক সংখ্যা যে আরও বাড়বে, তা বলাই বাহুল্য।

[এক ক্যালেন্ডারে ১৮ জন ক্রীড়াবিদের নগ্ন ছবি! এমন জিনিসের মালিক হতে চান?]

The post কমনওয়েলথ কুস্তিতে ভারতীয়দের জয়জয়কার, ঝুলিতে একাধিক পদক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার