ইংল্যান্ড: ২৪৬ (স্টোকস ৭০, অশ্বিন ৩/৬৮, জাদেজা ৩/৮৮)
ভারত: ১১৯/১ (যশস্বী ৭৬*, রোহিত ২৪)
প্রথম দিনের শেষে ১২৭ রানে পিছিয়ে ভারত
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ডের (India vs England) বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে এগিয়ে ভারত। প্রথম দিন আগ্রাসী ব্যাটিং দেখা গেল দুই দলের তরফ থেকেই। তবে দিনের শেষে অ্যাডভান্টেজ ধরা যেতে পারে রোহিত ব্রিগেডের কাছে। ইংল্যান্ডের ২৪৬ রানের জবাবে এক উইকেট খুইয়ে ১১৯ রান তুলেছে ভারত। দারুণ ছন্দে দেখা যাচ্ছে ওপেনার যশস্বী জয়সওয়ালকে। ৭৬ রান করে দিনের শেষে অপরাজিত রয়েছেন তিনি।
বিরাট কোহলিকে বাদ দিয়ে প্রথম টেস্ট খেলতে নেমেছে ভারত। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দিন একেবারেই চাপে পড়তে দেখা যায়নি মেন ইন ব্লুর ব্যাটিং লাইন আপকে। বরং বিপক্ষ বোলারদের পিটিয়ে ছাতু করে দিলেন দুই ওপেনার রোহিত-যশস্বী। মাত্র ২৩ ওভারের মধ্যেই ১১৯ রান তুলে ফেলেছে ভারত। ১০৮ স্ট্রাইক রেটে ব্যাট করছেন তরুণ ওপেনার। তবে মারকুটে ব্যাটিং করতে গিয়েই নিজের উইকেট ছুড়ে দেন ভারত অধিনায়ক। ২৭ বলে ২৪ রান করে জ্যাক লিচের শিকার হন। আপাতত যশস্বীর সঙ্গে ক্রিজে রয়েছেন শুভমান গিল।
[আরও পড়ুন: প্রকাশ্যে ISL ডার্বির দিনক্ষণ, পরপর দুমাসে মুখোমুখি ইস্ট-মোহন]
এদিন টসে জিতে ব্যাট করতে নেমেছিল ইংল্যান্ড। বরাবরের মতো বাজবল খেলেই দ্রুত রান তুলতে শুরু করেন দুই ওপেনার। সেখান থেকে ভারতকে ম্যাচে ফেরান স্পিনাররা। প্রথম সেশনে তিন উইকেট হারায় ইংল্যান্ড। লাঞ্চের পরে ইংরেজ ব্যাটিং লাইন আপে ধস নামান ভারতের দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। একা কুম্ভ হয়ে ইংল্যান্ডের ইনিংস সামলান অধিনায়ক বেন স্টোকস। মাত্র ২৪৬ রানে শেষ হয়ে যায় ইংল্যান্ড। তবে হায়দরাবাদের পিচ দেখে হাসি ফুটবে দুই দলের স্পিনারদের মুখেই। প্রথম দিন থেকে ভালোরকম ঘুরছে বল। ফলে চতুর্থ ইনিংসে ব্যাট করতে নেমে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে ভারত, সেকথা বলাই বাহুল্য।