সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতকে হিন্দু রাষ্ট্রে রূপান্তরিত করার দরকার নেই। ভারত এখনই হিন্দু রাষ্ট্র। এমনই দাবি করতে দেখা গেল হিন্দুত্ববাদী সংগঠন আরএসএসের (RSS) সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাবেলকে।
হিন্দুত্বই যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধানতম এজেন্ডা, একথা সকলেরই জানা। এর আগে আরএসএসের (RSS) প্রধান মোহন ভাগবতকে (Mohan Bhagwat) বারবার হিন্দুত্ব নিয়ে সরব হতে দেখা গিয়েছে। সেই সুরেই সুর মেলালেন দত্তাত্রেয়। জানিয়ে দিলেন, হিন্দুত্ব আসলে একটি সাংস্কৃতিক ধারণা, কোনও থিয়োরি মাত্র নয়। তাঁর দাবি, রাষ্ট্র ও দেশ দু’টি আলাদা বিষয়। রাষ্ট্র গঠিত হয় সংবিধান মেনে। এটাই রাষ্ট্রের শক্তির জায়গা। কিন্তু দেশ একেবারেই সাংস্কৃতিক একটি ধারণা। আর সেই ধারণা অনুযায়ী, ভারত হিন্দু রাষ্ট্রই। আলাদা করে একে হিন্দু রাষ্ট্রে রূপান্তরিত করার দরকার নেই।
[আরও পড়ুন: দিল্লিতে ED’র হাজিরা এড়ালেন অনুব্রতকন্যা সুকন্যা, এবার কী পদক্ষেপ তদন্তকারীদের?]
উল্লেখ্য, এর আগে মোহন ভাগবতকেও বলতে শোনা গিয়েছে, হিন্দুত্ব একটি ধারণা। তিনি বলেছেন, সারা বিশ্বেই হিন্দুত্বই একমাত্র এমন মত, যেখানে বৈচিত্রের মধ্যে ঐক্যের কথা বলা হয়েছে হাজার হাজার বছর ধরে। এমনকী, দেশের প্রতিটি নাগরিকই আসলে হিন্দু (Hindu)। এবং প্রতিটি ভারতীয়র ডিএনএ নাকি একই। এমন দাবি করতে দেখা গিয়েছে আরএসএস প্রধানকে। দত্তাত্রেয়ও কার্যত সেকথাই বললেন।
এদিকে ব্রিটেনে দাঁড়িয়ে মোদি সরকারের সমালোচনা করায় তিনি একহাত নিয়েছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীকে। তাঁর মতে, যারা দেশটাকে জেলখানায় পরিণত করেছিল, তাদের গণতন্ত্র নিয়ে কথা বলার কোনও এক্তিয়ারই নেই।