shono
Advertisement
Mahua Moitra

ঘুষের বিনিময়ে প্রশ্ন মামলায় বড় স্বস্তি মহুয়ার, লোকপালের নির্দেশ খারিজ করল হাই কোর্ট

মহুয়ার বিরুদ্ধে চার্জশিট পেশের নির্দেশ দিয়েছিল লোকপাল।
Published By: Subhajit MandalPosted: 02:22 PM Dec 19, 2025Updated: 03:14 PM Dec 19, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এখনই চার্জশিট পেশ করতে পারবে না সিবিআই। ঘুষের বিনিময়ে চাকরি মামলায় দিল্লি হাই কোর্টে বিরাট স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। মহুয়ার বিরুদ্ধে চার্জশিট সংক্রান্ত লোকপালের নির্দেশ খারিজ করে দিল উচ্চ আদালত। গত ১২ নভেম্বর এই মামলায় তৃণমূল সাংসদের বিরুদ্ধে চার্জশিট পেশের আবেদন মঞ্জুর করেছিল লোকপাল।

Advertisement

ঘুষের বিনিময়ে লোকসভায় আদানি বিরোধী প্রশ্ন তোলার অভিযোগে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের (Mahua Moitra) বিরুদ্ধে মামলার সূত্রপাত ২০২৪ সালের গোড়ার দিকে। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের তোলা অভিযোগের জেরে লোকসভা ভোটের আগেই মহুয়ার সাংসদ পদ বাতিল হয়। সংসদীয় কমিটির তদন্তের মুখে পড়তে হয় সাংসদকে। মহুয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় লোকপালেও। লোকপালই তৃণমূল সাংসদের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেয়। গত ১২ নভেম্বর লোকপালের সম্পূর্ণ বেঞ্চ সিবিআইকে এ বিষয়ে চার্জশিট দেওয়ার অনুমতি দেয়। চার্জশিট জমা করার জন্য চার সপ্তাহের সময়সীমা বেঁধেও দেওয়া হয়।

লোকপালের সেই নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হন মহুয়া। বিচারপতি অনিল ক্ষেত্রপাল ও বিচারপতি হরিশ বৈদ্যনাথন শংকরের বেঞ্চে গত ১ নভেম্বর মামলার শুনানি ছিল। সেদিন লোকপালের চার্জশিটের নির্দেশে কোনওরকম স্থগিতাদেশ দেয়নি দিল্লি হাই কোর্ট। সেদিন রায়দান স্থগিত রাখা হয়। শুক্রবার মামলার রায়ে লোকপালের নির্দেশ খারিজ করে বিষয়টি নতুন করে খতিয়ে দেখতে বলেছে দিল্লি হাই কোর্টের ডিভিশন বেঞ্চ।

বিচারপতি অনিল ক্ষেত্রপাল ও বিচারপতি হরিশ বৈদ্যনাথন শংকরের বেঞ্চ জানায়, নির্দেশ দেওয়ার ক্ষেত্রে কিছু ভ্রান্তি ছিল লোকপালের। বিষয়টি এক সপ্তাহের মধ্যে পুনির্বিবেচনা করে ফের রায় দেওয়ার আর্জি জানানো হয়েছে লোকপালের কাছে। ফলে আপাতত মহুয়ার বিরুদ্ধে চার্জশিট দিতে পারবে না সিবিআই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এখনই চার্জশিট পেশ করতে পারবে না সিবিআই।
  • ঘুষের বিনিময়ে চাকরি মামলায় দিল্লি হাই কোর্টে বিরাট স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।
  • মহুয়ার বিরুদ্ধে চার্জশিট সংক্রান্ত লোকপালের নির্দেশ খারিজ করে দিল উচ্চ আদালত।
Advertisement