সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার দেশের করোনা পরিসংখ্যান সাময়িক স্বস্তি দিলেও গত ২৪ ঘণ্টায় ফের উদ্বেগজনক হয়ে উঠল পরিস্থিতি। দেশের করোনা সংক্রমণ একলাফে বৃদ্ধি পেল ২৪ শতাংশ। বাড়ল মৃতের সংখ্যাও। ফলে যতদিন যাচ্ছে, নতুন করে বাড়ছে অস্বস্তি। চিন্তায় ফেলছে মারণ ভাইরাসের নয়া ভ্যারিয়েন্টও। পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে অ্যাকটিভ কেসও।
বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ১৬,৯০৬ জন। গতকালের তুলনায় যা বেশ খানিকটা বেশি। সংক্রমণের পাশাপাশি গত কয়েকদিনের মতো এদিনও লাফিয়ে বাড়ল অ্যাকটিভ কেস। বর্তমানে দেশের সক্রিয় রোগী বেড়ে হয়েছে ১ লক্ষ ৩২ হাজার ৪৫৭। গোটা দেশে অ্য়াকটিভ কেসের হার ০.৩০ শতাংশ। দেশের দৈনিক পজিটিভিটি রেট ৩.৬৮ শতাংশ। স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৪৫ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৫ হাজার ৫১৯।
[আরও পড়ুন: শ্রীলঙ্কা ছেড়ে পালালেন প্রেসিডেন্ট রাজাপক্ষে, সপরিবারে আশ্রয় মালদ্বীপে]
বর্তমানে করোনা পরিস্থিতি উদ্বেগজনক কেরল, কর্ণাটক, তামিলনাড়ু, মহারাষ্ট্রর মতো রাজ্যগুলিতে। গত ২৪ ঘণ্টাতেই যেমন টেস্টিং বাড়তেই মহারাষ্ট্রে সংক্রমণের হার বাড়ল ১০০ শতাংশ। সে রাজ্যে একদিনে আক্রান্ত ২৪৩৫ জন। প্রাণ হারিয়েছেন ১৩ জন। এদিকে তামিলনাড়ুতে ২৪ ঘণ্টায় সংক্রমিত ২২৮০ জন।
তবে এসবের মাঝে লড়াইয়ে শক্তি জোগাচ্ছেন করোনাজয়ীরা। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৩০ লক্ষ ১১ হাজার ৮৭৪ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ১৫,৪৪৭ জন। সুস্থতার হার ৯৮.৪৯ শতাংশ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে ১৯৯ কোটি ১২ লক্ষেরও বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল ভ্যাকসিন পেয়েছেন ১১ লক্ষের বেশি। টিকাকরণের পাশাপাশি করোনা রোগী চিহ্নিত করতে জোর দেওয়া হচ্ছে টেস্টিংয়েও। গতকাল দেশে ৪ লক্ষ ৫৯ হাজার ৩০২ জনের নমুনা পরীক্ষা হয়েছে।