সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৭ সালের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হবে ভারত। গত বছর স্বাধীনতা দিবসে লালকেল্লায় দাঁড়িয়ে সদর্পে ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী একাধিকবার দাবি করেছেন, ২০৪৭ সালের মধ্যেই উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশের পর্যায়ে উন্নীত হবে ভারত। প্রধানমন্ত্রীর সেই দাবিকে স্রেফ ভড়ং এবং বোকা বোকা বলে উড়িয়ে দিলেন রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন।
এক সাক্ষাৎকারে রাজন (Raghuram Rajan) বলছেন, মোদি জমানায় অর্থনীতি রকেট গতিতে ছুটছে, সরকার সেটা মানুষকে বিশ্বাস করাতে চাইছে। সাধারণ মানুষ যদি সেটা বিশ্বাস করে, তাহলে মস্ত বড় ভুল হবে। রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নরের মতে, ভারতকে উন্নতি করতে গেলে সবার আগে দেশের কর্মক্ষম জনসংখ্যাকে আরও শিক্ষিত এবং দক্ষ করতে হবে। রাজন মনে করছেন,”ভারতে কর্মক্ষম জনসংখ্যা ক্রমশ বাড়ছে। কিন্তু সেটা তখনই কাজে আসবে যখন সেই কর্মক্ষম যুবক-যুবতীদের ভালো কাজের সুযোগ তৈরি করা যাবে। তাঁদের জন্য আরও চাকরির ব্যবস্থা করা যাবে। সমস্যা হল, এখানেই আমরা পিছিয়ে পড়ছি।”
[আরও পড়ুন: আবগারি দুর্নীতি মামলায় কে কবিতাকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠাল আদালত]
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে ২০৪৭ সালের মধ্যেই ভারতকে উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশের সারিতে নিয়ে আসার দাবি করছেন, সেটাকেও বড্ড বোকা বোকা বলে দাবি করছেন খ্যাতনামা অর্থনীতিবিদ। তাঁর মতে, এটা ভীষণ বোকা বোকা দাবি। রাজনীতিবিদরা আমাদের বোঝাতে চাইছেন, ভারত খুব দ্রুত গতিতে উন্নতি করছে। সেটা বিশ্বাস করা বিরাট বড় ভুল। যতদিন না এই কর্মক্ষম জনসংখ্যা উপযুক্ত দক্ষতা পাচ্ছে, কাজের সুযোগ পাচ্ছে, ততদিন উন্নতি সম্ভব নয়।
[আরও পড়ুন: জলের পর এবার স্বাস্থ্য দপ্তরকে নির্দেশ কেজরির, জেল থেকেই চলছে দিল্লির সরকার!]
বস্তুত, সরকারি পরিসংখ্যান বলছে, ভারত দ্রুত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার দিকে এগোচ্ছে। কিন্তু রাজনের মতে ওই কাগুজে পরিসংখ্যানের কোনও প্রভাব বাস্তবের মাটিতে পড়ছে না। যদিও বিজেপি রাজনের কথাকে গুরুত্ব দিতে চাইছে না।