shono
Advertisement

দ্রুত অর্থনৈতিক বৃদ্ধি পাওয়া দেশের তকমা হারাচ্ছে ভারত, IMF-এর রিপোর্ট

কাঠগড়ায় নোট বাতিল ও জিএসটি। The post দ্রুত অর্থনৈতিক বৃদ্ধি পাওয়া দেশের তকমা হারাচ্ছে ভারত, IMF-এর রিপোর্ট appeared first on Sangbad Pratidin.
Posted: 04:26 PM Oct 11, 2017Updated: 10:56 AM Oct 11, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় আছে, একা রামে রক্ষে নেই, সুগ্রিব দোসর। নোট বাতিলের ধাক্কা সামলে ওঠার আগেই পণ্য ও পরিষেবা কর বা জিএসটি চালু করে দেশের করব্যবস্থায় বিপ্লব আনতে চেয়েছিল বিজেপি সরকার। কিন্তু দুইয়ের জোড়া ফলায় উপরোক্ত প্রবাদ সত্যি মনে হচ্ছে বিশেষজ্ঞদের কথায়। চলতি অর্থবর্ষে নোট বাতিল ও জিএসটির জোড়া ধাক্কায় দেশের আর্থিক বৃদ্ধি অনেকটাই মার খাবে বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল মনেটরি ফান্ড বা আইএমএফ। বিশ্বের অর্থনীতি নিয়ন্ত্রক সংস্থার আর্থিক পূর্বাভাস দেশের জন্য মোটেও ভাল বার্তা দিচ্ছে না। সাম্প্রতিকতম রিপোর্টে আইএমএফ বিশ্বের বহু দেশের আর্থিক বৃদ্ধির কথা বললেও ভারতের ক্ষেত্রে খারাপ খবরই দিচ্ছে। তাদের পূর্বাভাস চলতি আর্থিক বর্ষের শেষে ভারতের বৃদ্ধির হার ৬.৭ শতাংশ-এ দাঁড়াবে। যেখানে চিনের আর্থিক বৃদ্ধি ৬.৮ শতাংশ থাকবে। মোদ্দা কথা, আইএমএফ-এর রিপোর্ট অনুযায়ী, বিশ্বের দ্রুত হারে বৃ্দ্ধি পাওয়া অর্থনীতির তকমা হারাতে চলেছে ভারত।

Advertisement

[হৃদয়ে গভীর যন্ত্রণা নিয়ে রাজ্যসভা থেকে ইস্তফা মুকুলের]

মঙ্গলবার ফান্ড-ব্যাঙ্ক বার্ষিক বৈঠকের অনুষ্ঠানে প্রকাশিত ওয়ার্ল্ড ইকনোমিক আউটলুক-এ আইএমএফ দাবি করেছে, ২০১৭-১৮ অর্থ বর্ষে ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার কমে দাঁড়াবে ৬.৭ শতাংশ। তার কারণ হিসাবে মূলত ২০১৬’র নভেম্বরে নোট বাতিল ও চলতি বছরের জুলাই মাসের জিএসটি প্রচলনকেই কাঠগড়ায় তুলেছে আইএমএফ। শুধু তারাই নয়, অর্গানাইজেশন ফর ইকনোমিক কো-অপারেশন অ্যান্ড ডেভলপমেন্ট-ও (OECD) চলতি অর্থ বর্ষে ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার কমবে বলে ইঙ্গিত দিয়েছে। নোট বাতিল ও জিএসটিকে কাঠগড়ায় তুলেছে এশিয়ান ডেভলপমেন্ট ব্যাঙ্কও। শুধু মাত্র বিশ্বব্যাঙ্ক ভারতের আর্থিক বৃদ্ধির হার ৭ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে।

[জেরার মুখে ভেঙে পড়ল হানিপ্রীত, জানাল বহু অজানা তথ্য]

The post দ্রুত অর্থনৈতিক বৃদ্ধি পাওয়া দেশের তকমা হারাচ্ছে ভারত, IMF-এর রিপোর্ট appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement