সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের প্যারা অ্যাথলিটরা নজির গড়লেন। ৮২টি পদক জিতে ভারত ছাপিয়ে গেল ২০১৮ সালের এশিয়ান প্যারা গেমসের পদক জয়ের রেকর্ডও। উল্লেখ্য, ২০১৮ সালের এশিয়ান প্যারা গেমসে ভারত ৭২টি পদক পেয়েছিল। এবার প্রথম চার দিনেই ভারতের প্যারা অ্যাথলিটরা ৮২টি পদক পেয়েছেন।বৃহস্পতিবার সকাল থেকে চলল ভারতের প্যারা অ্যাথলিটদের পদক জয়।
ব্যাডমিন্টন তারকা নিথ্যা শ্রী মহিলাদের (এসএইচ ৬) সিঙ্গলসে ব্রোঞ্জ পাওয়ার ফলে ভারতের পদক সংখ্যা দাঁড়ায় ৭৩।
[আরও পড়ুন: ‘নিজেরা ভুল না করলে বিরাট-রোহিতদের হাতেই বিশ্বকাপ দেখছি’, শোয়েবের ভবিষ্যদ্বাণী]
ভারতের শুটার সিদ্ধার্থ বাবু মিক্সড ৫০ মিটার রাইফেল প্রোন ইভেন্টে সোনা জেতেন। ২৪৭.৭ পয়েন্ট পেয়ে এশিয়ান প্যারা গেমসে রেকর্ড গড়েন। সেই সঙ্গে ২০২৪ সালের প্যারিস প্যারালিম্পিক্সের ছাড়পত্রও জোগাড় করেন।
মহিলাদের শট পুটে ভাগ্যশ্রী মাধবরাও যাদব রুপো পান। ৭.৫৪ মিটার ছোড়েন তিনি।
তিরন্দাজ আদিল মহম্মদ নাজির আনসারি এবং নবীন দালাল পুরুষদের ডাবলসে ব্রোঞ্জ পান। গেমসের চতুর্থ দিনে পদকের পর পদক জিতেছে ভারত। সুকান্ত কদম পুরুষদের ব্যাডমিন্টনের সিঙ্গলসে ব্রোঞ্জ পান।
পুরুষদের শট পুটে শচীন খিলাড়ি ১৬.০৩ মিটার ছুড়ে গেমস রেকর্ড গড়েন। সেই সঙ্গে জিতে নেন সোনা। রোহিত হুদা ব্রোঞ্জ পান। শট পুটে ১৪.৫৬ মিটার ছুড়ে ব্যক্তিগত রেকর্ডও গড়েন রোহিত।
শ্রেয়নাশ ত্রিবেদি (টি-৩৭) পুরুষদের ১০০ মিটারে ব্রোঞ্জ পান। ১২.২৪ সেকেন্ড সময় করেন তিনি। নারায়ণ ঠাকুর (টি-৩৫) পুরুষদের ১০০ মিটার ইভেন্টে ১৪.৩৭ মিটার সময় করে ব্রোঞ্জ পান। এশিয়ান প্যারা গেমসে এটাই তাঁর দ্বিতীয় পদক।