shono
Advertisement

COVID-19: দীর্ঘদিন পর দেশের দৈনিক করোনা সংক্রমণ ২ হাজারের নিচে, মৃত্যুহার নিয়ে অব্যাহত উদ্বেগ

দেশে ধীরে ধীরে কমছে অ্যাকটিভ কেসও।
Posted: 09:07 AM Mar 20, 2022Updated: 09:15 AM Mar 20, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণ-পূর্ব এশিয়া, ইউরোপের বিভিন্ন দেশে নতুন করে থাকা বসিয়েছে করোনা। সংক্রমণের বাড়বাড়ন্তে লকডাউনের পথে হাঁটার চিন্তাভাবনা করছে মার্কিন মুলুকও। তবে আপাতত এ দেশে করোনা সংক্রমণে অনেকটাই রাশ টানা সম্ভব হয়েছে। যদিও চিন্তায় রাখছে মৃত্যুহার। গত ২৪ ঘণ্টাতেই যেমন লাগিয়ে বাড়ল মৃতের সংখ্যা।

Advertisement

রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৬১ জন। যা গতকালের তুলনায় ১৫ শতাংশ কম। দীর্ঘদিন পর দু’হাজারের নিচে নামল সংক্রমণ। দেশে ধীরে ধীরে কমছে অ্যাকটিভ কেসও। বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২৬ হাজার ২৪০। আপাতত দেশে অ্য়াকটিভ কেসের হার ০.০৬ শতাংশ। সংক্রমণ উল্লেখযোগ্যভাবে কমলেও এখনও উদ্বেগে রাখছে দেশের মৃত্যুহার। রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ১২৭ জন। শনিবারের বুলেটিনে যা ছিল ৭১। দেশে এখনও পর্যন্ত কোভিডে মৃত্যু হয়েছে ৫ লক্ষ ১৬ হাজার ৪৭৯ জনের।

[আরও পড়ুন: ডাক্তার না দেখিয়ে ওষুধ খাচ্ছেন? হতে পারে মারাত্মক বিপদ! জেনে নিন বিশেষজ্ঞর মত]

বিশ্বের বিভিন্ন প্রান্তে নতুন করে করোনা চোখ রাঙালেও ICMR অবশ্য বলছে, এর জন্য দেশবাসীর আতঙ্কিত হওয়ার কারণ নেই। অন্য দেশে সংক্রমণ বাড়লেই যে ভারতেও বাড়বে, তার কোনও মানে নেই। তবে সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে এখনও সমস্ত কোভিডবিধি মেনে চলার পরামর্শই দিচ্ছে ICMR।

মৃত্যুহার চিন্তায় রাখলেও স্বস্তিজনক দেশের সুস্থতার হার। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৪ লক্ষ ৬৫ হাজার ১২২ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ৩ হাজার ১৯৬ জন। সুস্থতার হার বেড়ে হল ৯৮.৭৪ শতাংশ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে প্রায় ১৮১ কোটি ২১ লক্ষ্যের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল ভ্যাকসিন পেয়েছেন ১৫ লক্ষ ৩৪ হাজারের বেশি। দেশজুড়ে চলছে ১২ থেকে ১৪ বছর বয়সিদের টিকাকরণ। বুস্টার ডোজ পাচ্ছে ষাটোর্ধ্বরাও। টিকাকরণের পাশাপাশি চলছে টেস্টিংও। গতকাল যেমন ৪ লক্ষের ৩১ হাজার ৯৭৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে।

[আরও পড়ুন: স্পাইক করা চুল, গা ভরতি গয়না! নয়া লুকে মুম্বইয়ে গান রেকর্ডিংয়ে ‘বাদামকাকু’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement