shono
Advertisement

Coronavirus Update: নিম্নমুখী দেশের কোভিড গ্রাফ, গত ২৪ ঘণ্টায় ফের কমল সংক্রমণ

পজিটিভিটি রেট অনেকটাই নিম্নমুখী।
Posted: 09:24 AM Feb 02, 2022Updated: 09:51 AM Feb 02, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:অব্যাহত গত কয়েকদিনের ধারা। বুধবারও নিম্নমুখী দেশের কোভিড গ্রাফ। গত ২৪ ঘণ্টায় ফের কমল সংক্রমণ। কমল পজিটিভিটি রেটও। তবে ভয় ধরাচ্ছে মৃতের সংখ্যা। 

Advertisement

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ লক্ষ ৬১ হাজার ৩৮৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা মঙ্গলবারের তুলনায় বেশ কিছুটা কম। দৈনিক পজিটিভিটি রেট মঙ্গলবারের তুলনায় কমেছে কিছুটা। বর্তমানে পজিটিভিটি রেট ৯.২৬ শতাংশ। সংক্রমণ এবং পজিটিভিটি রেট কমলেও ভয় ধরাচ্ছে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় করোনা প্রাণ কেড়েছে ১ হাজার ৭৩৩ জনের। তার ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ লক্ষ ৯৭ হাজার ৯৭৫ জন।

[আরও পড়ুন: চিড়িয়াখানার রক্ষীকে মেরে সঙ্গী সিংহকে নিয়ে চম্পট সিংহীর, আতঙ্ক শহরজুড়ে]

এই মুহূর্তে যে সংখ্যাটা সরকারকে সবচেয়ে স্বস্তি দিচ্ছে সেটা হল অ্যাকটিভ কেস। এই নিয়ে পরপর বেশ কয়েক সপ্তাহ কমল দেশের চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগী ১৬ লক্ষ ২১ হাজার ৫৯ জন। যা আগের দিনের থেকে অনেকটাই কম। করোনা ভাইরাসের মোকাবিলায় টিকাকরণের উপর জোর দেওয়া হয়েছে।

করোনাকে হারিয়ে গত ২৪ ঘণ্টায় ২ লক্ষ ৮১ হাজার ১০৯ জন সুস্থ হয়েছেন। এখনও পর্যন্ত মোট ১৬৭ কোটি ২৯ লক্ষ কোভিড টিকা নেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টা ১৭ লক্ষ ৪২ হাজার ৭৯৩ নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত ৭৩ কোটি ২৪ লক্ষ ৩৯ হাজার ৯৮৬টি নমুনা পরীক্ষা হয়েছে।

[আরও পড়ুন: মেয়ের মতোই তো! ধুমধাম করে বিধবা বউমার বিয়ে দিলেন হলদিয়ার বাসিন্দা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement