সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রমেই অস্বস্তি বাড়িয়ে তুলছে দেশের দৈনিক সংক্রমণের পরিসংখ্যান। দেশজুড়ে নতুন করে দাপট দেখাচ্ছে মারণ ভাইরাস। চিন্তায় ফেলছে এর নয়া ভ্যারিয়েন্টও। সংক্রমণ ও অ্যাকটিভ কেস বৃদ্ধির পাশাপাশি আবার বাড়ল করোনায় মৃতের সংখ্যাও। যা নতুন করে উদ্বেগ তৈরি করছে।
শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ১৮,৮৪০ জন। গতকালের তুলনায় যা সামান্য বেশি। দৈনিক সংক্রমণের পাশাপাশি বাড়ল অ্যাকটিভ কেসও। বর্তমানে দেশের সক্রিয় রোগী বেড়ে হয়েছে ১ লক্ষ ২৫ হাজার ২৮। গোটা দেশে অ্য়াকটিভ কেসের হার ০.২৯ শতাংশ। স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৪৩ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৫ হাজার ৩৮৬।
[আরও পড়ুন: বিচ্ছেদ আটকাতে দম্পতিকে ইকো পার্কে ঘোরার পরামর্শ, ঘর বুকিংও করলেন হাই কোর্টের বিচারপতি]
দিল্লির করোনা পরিস্থিতি অনেকখানি নিয়ন্ত্রণে এলেও আপাতত বেশ উদ্বেগজনক পাঁচটি রাজ্যের করোনার ছবি। সংক্রমণের নিরিখে দেশের মধ্যে শীর্ষে কেরল। সেখানে একদিনে আক্রান্ত ৩৩১০জন। এরপরই রয়েছে বাংলা। গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে আক্রান্ত ২৯৫০ জন। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে মহারাষ্ট্র (২৯৪৪), তামিলনাড়ু (২৭২২) এবং কর্ণাটক (১০৩৭)।
এসবের মাঝে আশার আলো দেখাচ্ছেন করোনাজয়ীরা। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৯ লক্ষ ৫৩ হাজার ৯৮০ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ১৬,১০৪ জন। সুস্থতার হার ৯৮.৫১ শতাংশ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে ১৯৮ কোটি ৬৫ লক্ষেরও বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল ভ্যাকসিন পেয়েছেন প্রায় ১২ লক্ষের বেশি। টিকাকরণের পাশাপাশি করোনা রোগী চিহ্নিত করতে জোর দেওয়া হচ্ছে টেস্টিংয়েও। গতকাল দেশে ৪ লক্ষ ৫৪ হাজার ৭৭৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে।