সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেস্টিং ও টিকাকরণ অভিযানে অনেকখানি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছিল দেশের করোনা সংক্রমণ। কিন্তু গত কয়েক দিন ধরে নতুন ধরে চিন্তা বাড়াচ্ছে ভারতের কোভিড পরিসংখ্যান। গত ২৪ ঘণ্টাতেই যেমন আক্রান্তের সংখ্যা প্রায় ছাড়াল দু’হাজারের গণ্ডি। যা গত পাঁচ মাসে সর্বোচ্চ। বাড়ছে অ্যাকটিভ কেসও।
স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা (Corona Virus) আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৫১ জন। গত বছর অক্টোবরের পর এই প্রথম একদিনে এত বেশিমানুষ আক্রান্ত হলেন এই মারণ ভাইরাসে। এর মধ্যে সবচেয়ে বেশি চিন্তায় রাখছে মহারাষ্ট্র। যেখানে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ৪৫০ জন। পরাণ হারিয়েছেন তিনজন। ইতিমধ্যেই দেশের মোট সংক্রমিতের সংখ্যা হল ৪ কোটি ৪৭ লক্ষ ছাড়িয়েছে। যার জেরে সক্রিয় রোগীর সংখ্যাও প্রতিদিন একটু একটু করে বাড়ছে। বর্তমানে অ্যাকটিভ রোগীর সংখ্যা ১১ হাজার ৯০৩।
[আরও পড়ুন: ‘দশ দিনে বুঝবেন, আমি কেমন অধিনায়ক’, সৌরভ-ধোনির নেতৃত্ব অনুসরণে নারাজ নীতীশ]
গত ২৪ ঘণ্টায় মারণ ভাইরাস প্রাণ কেড়েছে মোট সাতজনের। মহারাষ্ট্রে তিন, কেরল তিন ও কর্ণাটকে একজনের মৃত্যু হয়েছে। ফলে দেশের মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫ লক্ষ ৩০ হাজার ৮৪৮। দৈনিক পজিটিভিটি রেট ১.৫১ শতাংশ। তবে এরই মধ্যে স্বস্তি দিচ্ছে সুস্থতার হার। ৯৮.৭৮ শতাংশ রোগীই করোনাকে হার মানিয়েছেন। পাশাপাশি হাসপাতালে ভরতির সংখ্যাও ক্ষীণ। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, করোনা সংক্রমণ নতুন করে মাথাচাড়া দিলেও এখনই এ নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই। তবে সতর্ক থাকতে হবে। প্রয়োজনে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করতে হবে। আসলে ওমিক্রনের স্ট্রেন মিউটেড হওয়াতেই সমস্যা দেখা দিচ্ছে। তাই করোনাকে সম্পূর্ণ হালকা ভাবে নেওয়া ঠিক হবে না।