shono
Advertisement

COVID-19 Update: নিম্নমুখী অ্যাকটিভ কেসেও কমছে না উদ্বেগ, দেশে ওমিক্রন আক্রান্ত সাড়ে ছ’শোরও বেশি

গত ২৪ ঘণ্টায় করোনার বলি ২৯৩।
Posted: 10:18 AM Dec 28, 2021Updated: 10:27 AM Dec 28, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উৎসবের মরশুমে দেশজুড়ে করোনার সার্বিক গ্রাফ নিম্নমুখী হলেও ভয় ধরাচ্ছে ‘ওমিক্রন’। স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হল, ইতিমধ্যেই দেশের অন্তত ১৮টি রাজ্যে ছড়িয়ে পড়েছে দ্রুত মিউটেড হওয়া শক্তিশালী এই ভ্য়ারিয়েন্ট। নয়া প্রজাতিতে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ছ’শোর গণ্ডি। তবে গত ২৪ ঘণ্টায় কমল ভারতের কোভিড সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা।

Advertisement

মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৩৫৮ জন। যে সংখ্যা গতকালের তুলনায় খানিকটা কম। তবে দেশবাসীর চিন্তা বাড়াচ্ছে ওমিক্রন। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, এখনও পর্যন্ত দেশে এই স্ট্রেনে আক্রান্ত ৬৫৩ জন। যার মধ্যে সবচেয়ে বেশি করুন পরিস্থিতি মহারাষ্ট্র এবং দিল্লির। মহারাষ্ট্রে এখনও পর্যন্ত ১৬৭ জন এই স্ট্রেনে আক্রান্ত। অন্যদিকে রাজধানী দিল্লিতে ওমিক্রন সংক্রমিতের সংখ্যা বেড়ে ১৬৫। এদিকে, সংক্রমণ রুখতে আজ থেকে ১০দিনের জন্য কর্ণাটকে জারি হচ্ছে নাইট কারফিউ (Night Curfue)। রাত ১০ থেকে ভোর ৫টা পর্যন্ত অকারণ ঘরের বাইরে বেরনোর উপর নিষেধাজ্ঞা জারি থাকবে। ফলে বর্ষবরণের উৎসব থেকে এবারের মতো বিরত থাকছে কর্ণাটক।

[আরও পড়ুন: নতুন বছরে কোন সরকারি ছুটিগুলি পাবেন? কোনগুলি ভেস্তে যাবে শনি-রবির চক্করে? জানুন]

এদিকে মারণ ভাইরাসে গত ২৪ ঘণ্টায় ভারতে প্রাণ হারিয়েছেন ২৯৩ জন। এখনও পর্যন্ত করোনায় দেশে মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৮০ হাজার ২৯০ জন। সামান্য স্বস্তি দিচ্ছে কমতে থাকা অ্যাকটিভ কেস। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগী ৭৫ হাজার ৪৫৬ জন। ধীরে ধীরে বাড়ছে সুস্থতার হারও। পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৪২ লক্ষ ৪৩ হাজার ৯৪৫ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৬ হাজার ৪৫০ জন। সুস্থতার হার ৯৮.৪০ শতাংশ।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে প্রায় ১৪২ কোটির বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গতকালই ভ্যাকসিন পেয়েছেন ৭২ লক্ষের বেশি। টিকাকরণের পাশাপাশি আগের মতোই চলছে টেস্টিংও। গতকাল যেমন ১০ লক্ষের ৩৫ হাজার ৪৯৫ জনের নমুনা পরীক্ষা হয়েছে।

[আরও পড়ুন: COVID-19: করোনা আক্রান্ত BCCI প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়, ভরতি হাসপাতালে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement