সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার ভারতে থাবা বসাচ্ছে মাঙ্কিপক্স! জানা গিয়েছে, বিদেশফেরত এক যুবকের দেহে মিলেছে মাঙ্কিপক্সের উপসর্গ। যে দেশ থেকে তিনি ভারতে ফিরেছেন, সেদেশে যথেষ্ট ছড়িয়েছে মাঙ্কিপক্সের জীবাণু। তবে বিদেশফেরত যুবকের দেহে মাঙ্কিপক্সের জীবাণু রয়েছে কিনাতা এখনও জানা যায়নি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়, ওই যুবকের শরীর থেকে নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা করা হচ্ছে। তবে যুবকের শারীরিক অবস্থা স্থিতিশীল।
গোটা বিশ্বে ভয়াবহভাবে বাড়তে শুরু করেছে মাঙ্কিপক্সের সংক্রমণ। পরিস্থিতি গুরুতর হওয়ার আগেই সতর্ক হয়েছে ভারত সরকার। বাংলাদেশ ও পাক সীমান্তের স্থলবন্দরের পাশাপাশি বিমানবন্দর এবং সমুদ্র বন্দরে সতর্কতা জারি করা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়, বিদেশ থেকে যারা আসছেন তাঁদের শরীরে এই রোগের উপসর্গ রয়েছে কিনা সেদিকে নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, প্রতিবেশী পাকিস্তানে একাধিক মাঙ্কিপক্স আক্রান্তের খবর পাওয়া গিয়েছে।
[আরও পড়ুন: ‘ভারতে যোগ দিন, আপন করে নেব…’, ভূস্বর্গে নির্বাচনী প্রচারে PoK-র বাসিন্দাদের বার্তা রাজনাথের]
যে কোনও পরিস্থিতি সামাল দিতে আগাম সতর্কতা স্বরূপ দিল্লিতে ৩ হাসপাতালে কেন্দ্রের তরফে আইসোলেশন ও চিকিৎসার ব্যবস্থা করা হয়। এই তিন হাসপাতাল হল, রাম মনোহর লোহিয়া হাসপাতাল, সফদারজং হাসপাতাল এবং লেডি হার্ডিঞ্জ হাসপাতাল। পাশাপাশি সব রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়, মাঙ্কিপক্স মোকাবিলায় হাসপাতালগুলিতে জরুরি ব্যবস্থা নিতে হবে। তার মধ্যেই বিদেশফেরত এক ব্যক্তির দেহে মাঙ্কিপক্সের উপসর্গ মেলে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে গোটা বিষয়টি জানানো হয়েছে। সেখানে বলা হয়, বিদেশফেরত যুবককে একটি হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে। তাঁর শারীরিক নমুনা নিয়ে ইতিমধ্যেই পরীক্ষা শুরু হয়েছে। ভারতে ফেরার পরে কাদের সংস্পর্শে এসেছেন ওই যুবক, সেই নিয়েও নজরদারি চলছে। তবে এখনও জানা যায়নি, যুবকের দেহে মাঙ্কিপক্সের ভাইরাস রয়েছে কিনা।