সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাম মন্দিরের ভূমিপুজোর পরের দিনই দেশে করোনা আক্রান্তের সংখ্যায় বড়সড় বৃদ্ধি। বুধবার যেখানে ৫২ হাজারের কিছু বেশি মানুষ নতুন করে করোনা আক্রান্ত হয়েছিলেন, সেখানে বৃহস্পতিবার আক্রান্তের সংখ্যা ৫৬ হাজারেরও বেশি। ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা পেরিয়ে গেল সাড়ে ১৯ লক্ষের গণ্ডি।
বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৫৬ হাজার ২৮২ জন করোনা আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্তের সংখ্যাটা আগের দিনের তুলনায় অনেকটাই বেড়েছে। এই নিয়ে টানা ৮ দিন ৫০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হলেন। অর্থাৎ গত ৮ দিনে দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৪ লক্ষেরও বেশি মানুষ। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৯ লক্ষ ৬৪ হাজার ৫৩৭ জন। এদের মধ্যে ১৩ লক্ষ ২৮ হাজার ৩৩৭ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪২ হাজারের বেশি মানুষ। তবে, এখনও চিকিৎসাধীন ৫ লক্ষ ৯৫ হাজার ৫০১ জন।
[আরও পড়ুন: আহমেদাবাদের কোভিড হাসপাতালে বিধ্বংসী আগুন, পুড়ে মৃত্যু অন্তত ৮ রোগীর]
এদিকে আক্রান্তের সংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। দেশে মৃতের সংখ্যা ইতিমধ্যেই ৪০ হাজার গণ্ডি পেরিয়েছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৯০৪ জন। এর ফলে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়াল ৪০ হাজার ৬৯৯ জনে।এদিকে দেশে মোট করোনা পরীক্ষার সংখ্যা পেরিয়ে গেছে ২ কোটি ২০ লক্ষ।
The post একদিনে নতুন আক্রান্ত প্রায় ৫৬ হাজার, দেশে করোনায় মৃত্যু পেরল ৪০ হাজারের গণ্ডি appeared first on Sangbad Pratidin.