সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কানাডায় (Canada) শিখদের অনুষ্ঠানে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (Justin Trudeau) যোগ দিতেই ওঠে খলিস্তানি স্লোগান। এই ঘটনার প্রতিক্রিয়ায় এবার ভারতে নিযুক্ত কানাডার উপ-রাষ্ট্রদূতকে ডেকে পাঠাল দিল্লি। পাশাপাশি এই ঘটনায় এক বিবৃতিতে গভীর উদ্বেগ এবং তীব্র প্রতিবাদ জানানো হয়েছে ভারতের তরফে।
ভারত সরকারের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, 'কানাডায় বিচ্ছিন্নতাবাদ, চরমপন্থা এবং সহিংসতাকে যে রাজনৈতিক স্থান দেওয়া হয়েছে, তা আবারও স্পষ্ট হয়ে গেল এই ঘটনায়। এই ধরনের ঘটনা কেবলমাত্র ভারত-কানাডা সম্পর্ককে প্রভাবিত করে না, বরং কানাডায় সহিংসতা ও অপরাধের পরিবেশ তৈরি করে। এভাবে নিজেদের নাগরিকদেরও ক্ষতি করছে কানাডা।'
[আরও পড়ুন: কাশ্মীরের বিশেষ মর্যাদা রদ কি বৈধ? বুধে নিজের রায় খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট]
আগেই খলিস্তানি ‘জঙ্গি’দের কানাডায় আশ্রয় দেওয়ার অভিযোগ উঠেছে জাস্টিন ট্রুডোর (Justin Trudeau) বিরুদ্ধে। এদিন শিখদের অনুষ্ঠানে কানাডার প্রধানমন্ত্রী যোগ দিতেই ওঠে খলিস্তানি স্লোগানের জোয়ার। টরন্টোতে একটি অনুষ্ঠানে যোগ দিতেই খলিস্তান জিন্দাবাদ স্লোগান দেওয়া হয় ট্রুডোকে ঘিরে। লাগাতার স্লোগানের মধ্যেই নিজের বক্তব্য রাখেন কানাডার প্রধানমন্ত্রী। এই ঘটনার জেরেই কানাডার কৈফিয়ত তলব করল সাউথ ব্লক।
[আরও পড়ুন: হাওয়ার ধাক্কায় বেসামাল শাহের চপার, কপাল জোরে বাঁচলেন স্বরাষ্ট্রমন্ত্রী]
গত বছরের শেষদিক থেকে ভারত ও কানাডার (Canada) মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের হত্যার নেপথ্যে ভারতের ভূমিকা রয়েছে বলে সংসদে দাঁড়িয়ে অভিযোগ আনেন ট্রুডো। যদিও এই দাবির পক্ষে কোনও প্রমাণ দিতে পারেনি কানাডা। তবে এই দাবির পালটা দিয়ে একাধিকবার কানাডাকে তোপ দেগেছে ভারত। খলিস্তানি জঙ্গিদের আশ্রয়স্থল হয়ে উঠেছে কানাডা, একাধিকবার এই কথা শোনা যায় বিদেশমন্ত্রী এস জয়শংকর-সহ অন্যান্যদের মুখে। সবমিলিয়ে খলিস্তানি ইস্যুতে দুই দেশের টানাপোড়েন এখনও অব্যাহত। ভারতবিরোধী হাওয়াও প্রবল হয়ে উঠেছে কানাডায়।